◾ মিতা পোদ্দার:
কোদালা চা বাগান চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীর তীরে বানানো হয়েছে। স্থানীয় ইতিহাস বলে, ব্রিটিশরা কর্ণফুলী নদী দিয়ে আসা-যাওয়ার সময় কোদালায় বিস্তীর্ণ জায়গা দেখে চা বাগান করার উদ্যোগ গ্রহণ করে।শহরের যান্ত্রিকতা থেকে সরে কিছুটা প্রাকৃতিক ছোঁয়ার জন্য চলুন ঘুরে আসি ইতিহাসের গন্ধমাখা ব্রিটিশ বাংলো, চা বাগান আর সবুজ বনায়নে ঘেরা অপূর্ব সৌন্দর্যে ভরা চট্টগ্রামের রাঙ্গুনিয়া কোদালা চা বাগান। যেখানে গেলে মুহুর্তের মাঝে নিজেকে সতেজ করে দেয়। সবুজের সাথে লুকোচুরি মেঘের সন্ধির অপুর্ব দৃশ্য যে কাউকে অবাক করে দেবে। রাঙ্গুনিয়ার কোদালা চা বাগান দেশের শীর্ষ চা-বাগান গুলোর মধ্যে অন্যতম। উৎপাদন ছাড়াও চা বাগানটি ইতিমধ্যেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে পর্যটন র্স্পট হিসেবে। চা বাগানে প্রতি দিন ছুটে আসছে শত শত ভ্রমন পিপাসু।
বাগানে পর্যটকদের ভীড়ে মুখরিত হয়ে উঠছে সার্বিক পরিবেশ।পাহাড়ে বেস্টিত ঘন সবুজে ঘেরা ৪২০০ একর জায়গা জুড় কোদালা চা বাগান অবস্থিত। এই চা বাগানের পাশেই রয়েছে রূপের মাধুরী ছরিয়ে বয়ে গেছে কর্ণফুলী নদী এ যেন এক অপরূপ মায়াময়ী, পাগলময়ী দৃশ্য। এই
কর্ণফুলী তীরে মনোরম পরিবেশে দৃষ্টি নন্দন, সবুজ সমতল আর উচু পাহাড় ঘিরে কোদালা চাবাগানের মনমাতানো দৃশ্য যেকাউকে আকৃষ্ট করতে পারে। একদিকে পাহাড় ঘেরা সবুজের সাথে মেঘের লুকোচুরির অপূর্ব সন্ধির দৃশ্য অন্যদিকে চা বাগানের পাশ ঘেঁষে লুসাই কন্যা কর্ণফুলীর মন মাতানো ঢেউ যে কাউকে মুহুর্তে সতেজ করে দেবে। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে এই চা বাগানের মালিকানা পরিবর্তীত হয়। সর্বশেষ২০০৪ সালের ৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ব্রাক কোদালা চা বাগান লিজ নেয়।গুণগতমান ও উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে কোদালা চা-বাগান ব্র্যাক নেওয়ার পর বছরের পর বছর লাভের মুখ দেখে আসছে। গত ২/৩ মাস ধরে বন্য হাতির আক্রমনে কোদালা চা বাগানকে লন্ড ভন্ড করে দেয়। বর্তমানে বাংলাদেশে ১৬২ টি চা বাগানের মধ্যে কোদালা চা বাগান গুণে মানে তৃতীয় স্থানে অবস্থান করেছে। শুধুমাত্র চা উৎপাদন নয়, ইতোমধ্যে এই চা বাগানটি দর্শনীয় স্থান হিসেবে জনপ্রিয়তা অর্জন করছে।কোদালা চা বাগান দেখতে দূর-দুরান্ত থেকে অনেকেই প্রতিনিয়ত ভীড় জমাচ্ছে।কোদালা চা বাগান সূত্রে জানা যায়, কোদালা চাবাগানে স্থায়ী শ্রমিকের সংখ্যা ৮শ জন। ২শ জন অস্থায়ী ভিত্তিতে কাজ করে।সব মিলিয়ে কোদালা চা বাগান চট্টগ্রামের অনন্য সৌন্দর্য বহন করে।
৭৮ দিন ১৩ ঘন্টা ১৪ মিনিট আগে
১৯৪ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
২২৬ দিন ২০ ঘন্টা ৯ মিনিট আগে
২২৮ দিন ৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৬৪ দিন ১২ ঘন্টা ২ মিনিট আগে
২৬৪ দিন ২২ ঘন্টা ৫৬ মিনিট আগে
২৮১ দিন ২ ঘন্টা ৩ মিনিট আগে
২৮৫ দিন ২১ ঘন্টা ২৪ মিনিট আগে