সারাদেশের ন্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়াতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ পৃথক নানা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মে) সকালে রাঙ্গুনিয়া সরকারি কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের যৌথ আয়োজনে কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্র সংসদের ভিপি শহিদুল ইসলাম সোহেলের সভাপত্বিতে এবং এজিএস রহমত উল্লার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র সংসদের কোষাধ্যক্ষ শিক্ষক নুরুল মোমেন। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের চৌধুরী লিটন।
বিশেষ অতিথি ছিলেন কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নঈম উদ্দিন তালুকদার বাবলা, প্রো-ভিপি আরিফ উদ্দিন বাপ্পা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন, ক্রীড়া সম্পাদক অনুজিৎ দে, সহ-সম্পাদক কাইছার আলম নাবিল, মো. রিয়াজ প্রমুখ। সভাপতিত্বে ছাত্রলীগ-ছাত্রসংসদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং কলেজের সাধারন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
৭৮ দিন ১৩ ঘন্টা ১১ মিনিট আগে
১৯৪ দিন ১৩ ঘন্টা ৩১ মিনিট আগে
২২৬ দিন ২০ ঘন্টা ৬ মিনিট আগে
২২৮ দিন ৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
২৬৪ দিন ১১ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৬৪ দিন ২২ ঘন্টা ৫২ মিনিট আগে
২৮১ দিন ২ ঘন্টা ০ মিনিট আগে
২৮৫ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে