বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ২৩ জুন শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমসহ পৌর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
পৌর নেতৃবৃন্দ জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি'র দিক নির্দেশনা অনুযায়ী পৌর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। তাঁরই নির্দেশনার আলোকে আগামী ২৫ জুন আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যতিক্রমী আয়োজনে পালন করতে যাচ্ছে পৌর আওয়ামী লীগ। সেদিন বিশাল এক র্যালি, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার উদ্যোগ নেয়া হয়েছে। কর্মসূচী সফল করতে ইতিমধ্যেই পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচী সফল করতে সকল স্তরের আওয়ামী নেতৃবৃন্দের সহায়তা কামনা করেন পৌর আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদক।
৭৮ দিন ১৩ ঘন্টা ১৬ মিনিট আগে
১৯৪ দিন ১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
২২৬ দিন ২০ ঘন্টা ১১ মিনিট আগে
২২৮ দিন ৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
২৬৪ দিন ১২ ঘন্টা ৪ মিনিট আগে
২৬৪ দিন ২২ ঘন্টা ৫৮ মিনিট আগে
২৮১ দিন ২ ঘন্টা ৫ মিনিট আগে
২৮৫ দিন ২১ ঘন্টা ২৬ মিনিট আগে