প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহারস্বরূপ রাঙ্গুনিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম' ২০২২—২০২৩ এর আওতায় অর্থ বিতরণ করা হচ্ছে। স্কুলের অবকাঠামো উন্নয়ন এবং ভালো শিক্ষক, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই আর্থিক অনুদান দেয়া হচ্ছে। এর আওতায় উপজেলার উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়।
এই উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে সোমবার (১৬ অক্টোবর) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উত্তরজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। তিনি বলেন, “বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার শিক্ষা বান্ধব। ড. হাছান মাহমুদের হাত ধরে রাঙ্গুনিয়াতেও শিক্ষা বান্ধব এই আওয়ামীলীগ সরকারের ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা বান্ধব কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের বিকল্প নেই।”
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পদুয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আবু জাফর। প্রধান আলোচক ছিলেন উত্তরজেলা আওয়ামীলীগের সদস্য আকতার হোসেন খান। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম শরীফ। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্যবৃন্দ, অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
৭৮ দিন ১৩ ঘন্টা ১৪ মিনিট আগে
১৯৪ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
২২৬ দিন ২০ ঘন্টা ৯ মিনিট আগে
২২৮ দিন ৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৬৪ দিন ১২ ঘন্টা ২ মিনিট আগে
২৬৪ দিন ২২ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৮১ দিন ২ ঘন্টা ৩ মিনিট আগে
২৮৫ দিন ২১ ঘন্টা ২৪ মিনিট আগে