তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নে বদলে গেছে। তিনি ক্ষমতায় আছেন বলে সাধারণ মানুষ আজ নানারকম ভাতা পাচ্ছে। তাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা রক্ষায় আওয়ামী লীগের বিকল্প নেই।"
শুক্রবার (২৭ অক্টোবর) বিকালে রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের উপকারভোগী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ সদস্য খালেদ মাহমুদ।
ড_হাছান মাহমুদ বলেন, "দলমত নির্বিশেষে আমি সবার এমপি হওয়ার জন্য চেষ্টা করেছি। সবার জন্য আমার দরজা খোলা রেখেছি। ভাতা দেয়ার ক্ষেত্রে কারা নৌকায় ভোট দিয়েছে কিংবা কে আওয়ামী লীগ করে তা কখনো খুঁজিনি। সামনে নির্বাচন, অনেকে অনেক কথা বলবে। আগামী নির্বাচনেও আমার জন্য আপনারা আপনাদের দরজাটি খোলা রাখবেন।"
ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তাহেরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উত্তরজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবদূর রহিম, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক নিজাম উদ্দিন বাদশা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাউছার নূর লিটন, উপদেষ্টা সদস্য নুরুল আজিম, সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল হাশেম, সিরাজুল করিম সিকদার, উপজেলা যুবলীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ
কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম, সাধারণ সম্পাদক ইসহাক সওদাগর, সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম, বেলজিয়াম যুবলীগের ধর্ম সম্পাদক শোয়েব হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল জব্বার, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জহির আহামদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুল হাসান কুসুম,
ইউপি সদস্য ইউপি সদস্য মো. কোব্বাত আলী, মো. হাবীবুল্লাহ, জমির উদ্দিন তালুকদার, ফজল করিম, মো. আজগর আলী, লিয়াকত আলী, মো. আবদুর রহমান, প্রসাদ দাশ, মোছাম্মৎ নুর বানু, নমারেখা বেগম চৌধুরী, মিনু আরা বেগম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কোব্বাত আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রাশেদ, ইউনিয়ন তাতীলীগের সভাপতি জুবায়ের হোসেন টিপু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আরফাত, ছাত্রলীগ নেতা মাহমুদুল্লাহ প্রমুখ।
৭৮ দিন ১৩ ঘন্টা ১৪ মিনিট আগে
১৯৪ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
২২৬ দিন ২০ ঘন্টা ৯ মিনিট আগে
২২৮ দিন ৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৬৪ দিন ১২ ঘন্টা ২ মিনিট আগে
২৬৪ দিন ২২ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৮১ দিন ২ ঘন্টা ৩ মিনিট আগে
২৮৫ দিন ২১ ঘন্টা ২৪ মিনিট আগে