রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম শিলক সার্বজনীন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব শনিবার (১১ নভেম্বর) দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধনী সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ সভাপতি দেবানন্দ মহাথের। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী শাখার সভাপতি বিপসসী মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন খৈয়াখালী ধম্মাবিজয়ারাম বিহারের অধ্যক্ষ উ. পঞ্ঞা চক্ক মহাথের। #বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি জ্ঞানবংশ মহাথেরো, পশ্চিম সৈয়দবাড়ি শান্তিময় বিহারের উপাধ্যক্ষ উপানন্দ মহাথের। বিহারাধ্যক্ষের অভিভাষণ করেন পশ্চিম শিলক সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অতুলানন্দ থের। আরো স্বধর্মদেশেক ছিলেন সুমনানন্দ থেরো, দেবরত্ন থেরো, মেত্তানন্দ থেরো, শাসনশ্রী ভিক্ষু, বুদ্ধকীর্তি ভিক্ষু, জয়শ্রী ভিক্ষু, শ্রদ্ধালংকার ভিক্ষু, বিগ্গানন্দ ভান্তে, গিয়ানরত্ন ভিক্ষু প্রমুখ। সঞ্চালনা করেন অমল বড়ুয়া। বক্তব্য দেন অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক সংঘমিত্র বড়ুয়া #স্বাগত বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শেখর তালুকদার। অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন বাদল বড়ুয়া এবং ডা. টুটুল বড়ুয়া ধন্যবাদ জ্ঞাপন করেন। #এরআগে প্রথম পর্বে অষ্টপরিষ্কারসহ সংঘদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাধারণ সম্পাদক পরমানন্দ মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন ঢাকা ধর্মারাজিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ধর্মানন্দ মহাথের। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ উপানন্দ মহাথের। #অনুষ্ঠানের তৃতীয় পর্বে প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উত্তোলন করা হয়। এরপর পশ্চিম শিলক বৌদ্ধ মৈত্রী পরিষদ কর্তৃক আয়োজিত ধর্মীয় সংগীত ও ধর্মীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিকে কঠিন চীবর দানোৎসবকে ঘিরে পুরো বিহার এলাকায় বর্ণাঢ্য আলোকস্বজ্জাসহ নানাভাবে সাজিয়ে মনমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করা হয়। এলাকাজুড়ে উৎসব আমেজ বিরাজ করে। স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্তর থেকেও হাজার হাজার উপাসক-উপাসিকার পদচারণায় মুখর হয়ে ওঠে বিহার প্রাঙ্গণ। অনুষ্ঠানে বিশ্বশান্তি কামনায় মঙ্গলসুত্র পাঠসহ বিশেষ প্রার্থনা করা হয়।
৭৮ দিন ১৩ ঘন্টা ১৪ মিনিট আগে
১৯৪ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
২২৬ দিন ২০ ঘন্টা ৯ মিনিট আগে
২২৮ দিন ৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৬৪ দিন ১২ ঘন্টা ২ মিনিট আগে
২৬৪ দিন ২২ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৮১ দিন ২ ঘন্টা ৩ মিনিট আগে
২৮৫ দিন ২১ ঘন্টা ২৪ মিনিট আগে