চট্টগ্রাম সাংবাদিক সংস্থা-চসাস এর তিন বছর মেয়াদি কার্যকরি কমিটি ঘোষণা করা হয়। গতকাল ১০ ডিসেম্বর রোজ রবিবার সন্ধ্যায় নগরীর চট্টগ্রাম একাডেমি ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত ২০২৪ সালের ক্যালেন্ডার প্রকাশ ও ২০২৩-২৬ কার্যকরি কমিটি ঘোষণা অনুষ্ঠানে চসাসের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য গত ৯ ডিসেম্বর রোজ শনিবার রাতে অনলাইনে চসাসের ডিজিটাল নির্বাচন অনুষ্ঠিত হয়।
চসাসের কমিটি তে সৈয়দ দিদার আশরাফি কে সভাপতি এবং ওসমান ওহেতাসাম সাধারণ সম্পাদক রেখে বাকি সদস্যরা হলেন আলী আহমেদ শাহীন,জিন্নাহ আলী, মোহাম্মদ ওমরফারুক, রিদওয়ান হৃদয়,পলাশ কান্তি নাথ, নেজাম উদ্দীন,গাজী গোফরান, রায়হান উদ্দিন, ফিরোজ উদ্দিন, মিনহাজ, আনিছুর রহমান,মাসুম বাবুল, আনোয়ার হোসেন ,ঈসা মোহাম্মদ, মনসুর আলম, আহমেদ আরমান,সজল চৌধুরী,রাজিব দাশ, বিদ্যুৎ দেব,জমশেদুল ইসলাম,আজগর আলী,ইরফাত জেবিন,আব্দুল জলিল,খালেদ রায়হান,বিপ্লব ইসলাম,নিজাম উদ্দিন,প্রণবরাজ বড়ুয়া, আনোয়ারুল হক, প্রমুখ।
অনুষ্ঠানের শেষে বিজয়ীদের কে ফুলতোরা দিয়ে বরণ করে নেওয়া হয়।
৭৮ দিন ১৩ ঘন্টা ১৮ মিনিট আগে
১৯৪ দিন ১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
২২৬ দিন ২০ ঘন্টা ১৩ মিনিট আগে
২২৮ দিন ৩ ঘন্টা ৫০ মিনিট আগে
২৬৪ দিন ১২ ঘন্টা ৬ মিনিট আগে
২৬৪ দিন ২৩ ঘন্টা ০ মিনিট আগে
২৮১ দিন ২ ঘন্টা ৮ মিনিট আগে
২৮৫ দিন ২১ ঘন্টা ২৮ মিনিট আগে