রাঙ্গুনিয়ায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুইদিনব্যাপি বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার শিশুমেলা মডেল স্কুল প্রাঙ্গনে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। আলোচনা সভায় সভাপতি করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রায়হান মেহবুব। বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান, কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা,রাঙ্গুনিয়া মহিলা কলেজের সহকারি অধ্যাপক অসীম কুমার শীল প্রমুখ। বিজ্ঞান মেলায় প্রজেক্ট উপস্থাপন, বিজ্ঞান অলম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলার ২২টি স্টলে প্রযুক্তির প্রকল্প প্রদর্শন করেন শিক্ষার্থীরা। বিজ্ঞান অলম্পিয়াডে উপজেলার সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা এবং কুইজ প্রতিযোগিতায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
৭৮ দিন ১৩ ঘন্টা ১৬ মিনিট আগে
১৯৪ দিন ১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
২২৬ দিন ২০ ঘন্টা ১১ মিনিট আগে
২২৮ দিন ৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
২৬৪ দিন ১২ ঘন্টা ৪ মিনিট আগে
২৬৪ দিন ২২ ঘন্টা ৫৭ মিনিট আগে
২৮১ দিন ২ ঘন্টা ৫ মিনিট আগে
২৮৫ দিন ২১ ঘন্টা ২৬ মিনিট আগে