গতকাল সোমবার এই অভিযান চালায় বিআইডব্লিউটিএ। এ সময় দুই বালু ব্যবসায়ীকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির যুগ্ম পরিচালক শহীদ উল্ল্যাহ।
জানা গেছে, শীতলক্ষ্যার তীর দখল করে গড়ে তোলা শবনব ভেজিটেবল অয়েলের বর্ধিত অংশ, জান্নাত ওভারসিজের বর্ধিত অংশ, বাঁশের জেটিসহ ২৫টি অবৈধ স্থাপনা আজ সকাল থেকে বিকেল পর্যন্ত উচ্ছেদ করা হয়। অভিযান চলাকালে দুজন বালু ব্যবসায়ীকে শীতলক্ষ্যা নদী ভরাটের অভিযোগে এক লাখ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নদীর জায়গায় রাখা বালু ও ইট ৬০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, উচ্চ আদালতের নির্দেশে নদী দখলকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। আজ ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা ও জব্দ করা মালপত্র নিলামে বিক্রি করা হয়েছে। এটা দখলদারদের জন্য সতর্কবার্তা। সীমানা পিলারের ভেতরে যাঁরাই স্থাপনা নির্মাণ করবেন তাঁদের উচ্ছেদ ও জরিমানা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর উপপরিচালক ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেন প্রমুখ।
৬ দিন ১২ ঘন্টা ৫১ মিনিট আগে
২২ দিন ১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
২৮ দিন ৯ ঘন্টা ১৬ মিনিট আগে
৩৯ দিন ১৫ ঘন্টা ০ মিনিট আগে
৪৪ দিন ১২ ঘন্টা ৩০ মিনিট আগে
৪৬ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে
৪৮ দিন ৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
৫৯ দিন ১৩ ঘন্টা ২২ মিনিট আগে