যশোরের শার্শায় অভিযান চালিয়ে এবার ২৪ কেজি গাঁজাসহ আলম শেখ (৩৮) ও লাল্টু মোড়ল (৩৫) নামে দু' মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার(১৫ নভেম্বর) রাত ১০ টার দিকে শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়নের বহিলাপোতা এলাকা থেকে এ গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।
আটক আলম শেখ বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে ও লাল্টু মোড়ল একই থানার মানকিয়া গ্রামের সাজেদ আলীর ছেলে।
শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শার্শার বহিলাপোতা গ্রামে কয়েকজন মাদক কারবারি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আলম শেখ ও লাল্টু মোড়লকে আটক করা হয়।পরে তাদের কাছে থাকা কস্টেপ দিয়ে মোড়ানো গাঁজার ১২টি বান্ডিল উদ্ধার করা হয়। যার ওজন ২৪ কেজি।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য : উদ্ধারকৃত ২৪ কেজি গাঁজার, অনুমান মূল্য ১৪,৪০,০০০/- (চৌদ্দ লক্ষ চল্লিশ হাজার) টাকা মাত্র
৪০ দিন ৮ ঘন্টা ৪১ মিনিট আগে
৫৮ দিন ১৪ ঘন্টা ৫০ মিনিট আগে
৬৭ দিন ১৫ ঘন্টা ০ মিনিট আগে
৬৯ দিন ২৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
৭৪ দিন ১৪ ঘন্টা ৪০ মিনিট আগে
৯৫ দিন ১৭ ঘন্টা ২৩ মিনিট আগে
৯৯ দিন ১৭ ঘন্টা ১৯ মিনিট আগে
১০৭ দিন ১৭ ঘন্টা ২৪ মিনিট আগে