যশোরের শার্শায় ঋণের বোঝা সইতে না পেরে কীটনাশক ট্যাবলেট খেয়ে সজল হোসেন (৩৫) এক ব্যবসায়ী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (৩ জুলাই) বিকালে যশোর জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সজল হোসেন শার্শার পানবুড়ি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে ও নাভারন বাজারের একজন মুদি ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সজল হোসেন নাভারন বাজারের একজন বড় মুদি ব্যবসায়ী ছিলেন।ব্যবসায়ীক প্রয়োজনে স্থানীয় একাধিক ব্যাংক, ব্যাক্তি ও প্রতিষ্ঠান থেকে অনেক লোন নেওয়া সহ ধার দেনা করে বর্তমানে ঋণগ্রস্ত হয়ে হতাশায় ভুগছিলেন। বুধবার সকাল ১১টার দিকে সজল হোসেন কীটনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তার চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।পরে বিকালে চিকিৎসাধীন অবস্থায় সজল মারা যান।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মুদি ব্যবসায়ী সজল হোসেন আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
৪০ দিন ৮ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫৮ দিন ১৪ ঘন্টা ৫৬ মিনিট আগে
৬৭ দিন ১৫ ঘন্টা ৭ মিনিট আগে
৬৯ দিন ২৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৭৪ দিন ১৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
৯৫ দিন ১৭ ঘন্টা ২৯ মিনিট আগে
৯৯ দিন ১৭ ঘন্টা ২৫ মিনিট আগে
১০৭ দিন ১৭ ঘন্টা ৩০ মিনিট আগে