জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক‌ লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু। একজন চালকের হাতে শত শত দায়িত্ব নির্ভর করে : মৌলভীবাজার জেলা প্রশাসক জয়পুরহাটে মাদ্রাসার সৌন্দর্য বর্ধনে বৃক্ষ রোপনের ব্যতিক্রমী উদ্যোগ পাঁচবিবিতে দুই দিনব্যাপি গ্রীষ্মকালীন ফসল উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে নকল সরবরাহের অভিযোগে শিক্ষক গ্রেফতার দেবহাটায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে তরুণ দলের পানি ও স্যালাইন বিতরণ বাঘায় জেলা প্রশাসকের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলা সংসদের ভিপি শহিদুল, জিএস ইনামুল আদমদীঘিতে ইভটিজিং করায় যুবকের জেল-জরিমানা বগুড়ার জেলা প্রশাসকের আদমদীঘির বিভিন্ন দপ্তর পরিদর্শন ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় সহযোগিতা, জাপা নেতার বিরুদ্ধে মামলা! নোয়াখালীত আনিত মিথ্যা অভিযোগে সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে সভা ঝিনাইগাতীতে দম্পতিদের জন্য জেন্ডার ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে অংশগ্রহণমূলক মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা), তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নে সুশীল সমাজ ও সরকারি খাতের কর্মসূচিকে শক্তিশালী করার জন্য সমাজে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত এলাকায় বিষবাষ্প নাকি পূর্ব শত্রুতায় ঘরে আগুন ববি অধ্যাপককে আওয়ামী দোসর আখ্যা দিয়ে সিন্ডিকেট থেকে অব্যাহতি- শিক্ষার্থীদের বিক্ষোভ ক্ষেতলালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা ও ষাঁড় গরু বিতরণ

ঝিনাইগাতীতে বৃদ্ধা আইমালা’র জন্ম নিবন্ধন ও এনআইডি’র ব্যবস্থা করলেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ

শেরপুর জেলার ঝিনাইগাতীতে বৃদ্ধা আইমালা বিবি ওরফে আমেলা বেগম সহ তার প্রতিবন্ধী তিন মেয়ের জন্ম নিবন্ধন ও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করণ কাজ সম্পন্ন হয়েছে। বুধবার সকালে উপজেলার ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ভোটার তালিকা হালনাগাদ কেন্দ্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সম্প্রতি দৈনিক তথ্যধারা ও অনলাইন টেলিভিশন কিউ টিভি সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ডাকা হয় তাদের। বৃদ্ধা আমেলা বেগম ওরফে আইমালা বিবি ও তার তিন প্রতিবন্ধী কন্যা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হলে তাদের সমস্যা সম্পর্কে অবগত হন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। জন্ম নিবন্ধন ও ভোটার কার্ড না হওয়ায় স্থানীয় ইউনিয়ন পরিষদে পাঠানো হয় তাদের। একি দিন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উপস্থিতিতে বৃদ্ধা মোছাঃ আইমালা বিবি ও তার তিন কন্যা মোছাঃ অজুফা বেগম, মোছাঃ দোলেনা বেগম এবং মোছাঃ আফরোজা বেগমের জন্ম নিবন্ধন কাজ সম্পন্ন করা হয়। পরদিন বুধবার দুপুরে বাগেরভিটা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির কেন্দ্রে উপজেলা ভোটার তালিকায় তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়। ওইসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর, ধানশাইল ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলামসহ অন্যান্য ইউপি সদস্যগণ। উল্লেখ্য, বৃদ্ধা আইমালা বিবি উপজেলার ধানশাইল ইউনিয়ন উত্তর দাড়িয়ারপাড় গ্রামের মৃত আব্দুল আলীর স্ত্রী। স্থানীয়দের দেওয়া তথ্য মতে প্রায় ৩০ বছর আগে তার  স্বামী আব্দুল আলী মারা যান। মৃত্যু কালে স্ত্রী, ৪ মেয়ে ও ১ পুত্র সন্তান রেখে যান তিনি। সন্তানদের মধ্যে ৩ মেয়ে ও এক ছেলে শারীরিক ও মানষিক ভারসাম্যহীন প্রতিবন্ধী। স্বামীর মৃত্যুর পর মানসিক ভাবে ভেঙে পরেন বৃদ্ধা আইমালা বিবি ওরফে আমেলা বেগম। একদিকে তার ৪ সন্তান প্রতিবন্ধী অন্যদিকে অভাব অনটনের সংসারের খরচ যোগান দিতে ছেলে-মেয়ে নিয়ে ঢাকা শহর পাড়ি জমান এই বৃদ্ধা। সেখানে ভিক্ষাবৃত্তি সহ অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। এদিকে বড় মেয়ে আবেদা বেগম সহ একে একে তার অন্যান্য সন্তানেরও বিবাহ দেওয়া হয়। আর তাদের অন্যান্য ভাই বোনদের বিবাহ হলেও কেহ রয়েছেন স্বামী পরিত্যক্তা আবার কারোর স্বামী ইতিপূর্বে মারা যায়। তার বড় মেয়ে আবেদা বেগম স্বামীর বাড়ি থেকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন পাশাপাশি তার ছোট ভাই আলী হোসেনকেও ভোটার তালিকায় আনেন তিনি। এদিকে বৃদ্ধা আইমালা বিবির এখন বয়স বেশী তাই আর আগের মতো ভিক্ষাবৃত্তি তো দূরের কথা ঠিক মতো হাটাচলাও করতে পারেন না তিনি। গত দুই বছর পূর্বে বৃদ্ধা আইমালা বিবি সন্তানদের নিয়ে ফিরে আসেন নিজ বাড়িতে। স্বামীর রেখে যাওয়া বসত ভিটায় ঢাকার এক ব্যাবসায়ী ১টি ঘর নির্মাণ করে দেন তাকে। আর সেখানেই তিনি সন্তানদের নিয়ে থাকতেন। আবার কখনও চলে যেতেন ঢাকা শহর। বর্তমানে তারা নিজ বাড়িতে অবস্থান করলেও প্রতিদিন ভিক্ষাবৃত্তি করেই জীবিকা নির্বাহ হয় তাদের। বৃদ্ধা আইমালা বিবি জানান, সকলে নানা রোগে আক্রান্ত অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা পর্যন্ত নিতে হিমসিম খেতে তাদের। কোন বেলায় খেয়ে না খেয়ে অনাহারে অর্ধহারে মানবেতর জীবনযাপন করলেও এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বৃদ্ধা আইমালা বিবি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন তাদেরকে অল্প সময়ের মধ্য জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয় পত্র ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের সরকারী সুযোগ সুবিধা দেওয়া হবে বলেও জানান তিনি। 

Tag
আরও খবর