শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন আশরাফুল কবীর। ৬ অক্টোবর বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন এর বদলীর পর বেশ কিছুদিন ঝিনাইগাতী উপজেলায় এসিল্যান্ড পদটি শূণ্য ছিল। ৬ অক্টোবর ওই পদে স্থলাভিষিক্ত হন আশরাফুল কবীর। এসিল্যান্ড হিসেবে এটাই তার প্রথম কর্মস্থল। তিনি ৩৭তম বিসিএস ক্যাডার। তিনি ময়মনসিংহ জেলা সদরের বাসিন্দা। এর আগে তিনি মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। প্রথম বারের মতো সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন ঝিনাইগাতীতে। যোগদানের পর সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর বলেন, ঝিনাইগাতী উপজেলার ভূমি সেবা প্রদানে সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা ও প্রত্যাশা করছি।
১৬ ঘন্টা ১৬ মিনিট আগে
১৬ ঘন্টা ১৭ মিনিট আগে
১ দিন ১৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ২৩ মিনিট আগে