শেরপুর জেলার শ্রীবরদীতে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও মাদকসহ এক তরুণকে গ্রেফতার করেছে র্যাব-১৪। ১০ নভেম্বর বৃহস্পতিবার রাতে শ্রীবরদী উপজেলার বালিজুরি সীমান্তবর্তী পাহাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, ফারুক আহমেদ (৩৪) ঝিনাইগাতী উপজেলার ডাকাবর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের পুত্র। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে এবং তিনি একজন চিহ্নিত মাদক কারবারি সাথে যুক্ত বলে জানা গেছে। ১১ নভেম্বর শুক্রবার সকালে র্যাব-১৪’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। র্যাব জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্রীবরদী উপজেলার বালিজুড়ির পাহাড়ি এলাকায় র্যাবের একটি দল অভিযান চালায়। এসময় ফারুক আহমেদকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে একটি দেশীয় তৈরি (ওয়ান শুটারগান) অস্ত্র, ১৩৪ বোতল বিদেশী মদ, ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, সিমসহ দুইটি মোবাইল ও নগদ চার হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদ ও ইয়াবার আনুমানিক মূল্য ১ লক্ষ ৪৬ হাজার ৫ শত টাকা। র্যাব-১৪ সিপিসি-১ জামালপুরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামান জানান, এ ঘটনায় শ্রীবরদী থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করাসহ ফারুককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
১ দিন ১৯ ঘন্টা ০ মিনিট আগে
১ দিন ১৯ ঘন্টা ১ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ২৩ মিনিট আগে
২ দিন ২০ ঘন্টা ৭ মিনিট আগে