শেরপুর সদর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান প্রকল্পের আওতায় সড়ক নিরাপত্তা কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১ আগস্ট বৃহস্পতিবার সকালে শেরপুর সদর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে এবং আরটিআইপি-২, এলজিইডি ও ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এসময় ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় এবং প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সড়ক নিরাপত্তা কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালায় শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল, জেলা যুবলীগের সভাপতি ও কামারের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সালাহ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মো. আক্রাম হোসেন, ব্র্যাক ডিষ্ট্রিক কোঅর্ডিনেটর ফারহানা মিল্কি, এলজিইডির উপ সহকারী প্রকৌশলী মো. রশিদুল হাসান, শেরপুর সড়ক বিভাগের উপ সহকারী প্রকৌশলী মো. খাইরুল ইসলাম, শেরপুর বিআরটিএর মোটরযান পরিদর্শক মো. ফজলুর রহমান, কামারের চর বাবনা খোশগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. লেবু মিয়া, শেরপুর জেলা বাস কোচ মালিক সমিতির সহ-সভাপতি গৌতম সাহা, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আশরাফুল আলম মানিক, ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির ডিভিশনাল কো-অর্ডিনেটর পংকজ কুমার বিশ্বাস ও উপজেলা সমন্বয়কারী কল্পনা রানী ভৌমিক প্রমুখ। এ সময় প্রজেক্টরের মাধ্যমে বড়পর্দায় শেরপুর সদর উপজেলার সড়ক দুর্ঘটনা ও সড়ক নিরাপত্তা বিষয়ক সার্বিক তথ্য প্রদর্শন করেন ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির সাপোর্ট সার্ভিস অফিসার মো. আজমত আলী। কর্মশালায় শেরপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনার কারণ ও তা প্রতিরোধ করতে করণীয় বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা যত্রতত্র ঝুঁকিপূর্ণ পার্কিং, অভার ট্রেকিং, গাড়িতে এলইডি লাইটের ব্যবহার বন্ধ, লাইসেন্স বিহীন গাড়ি চালানো বন্ধসহ দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
২১ ঘন্টা ১৭ মিনিট আগে
২ দিন ১৭ ঘন্টা ১৭ মিনিট আগে
৪ দিন ৯ ঘন্টা ৩০ মিনিট আগে
৪ দিন ১৮ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ৬ মিনিট আগে
৫ দিন ৮ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ৫১ মিনিট আগে
৬ দিন ৬ ঘন্টা ৩৫ মিনিট আগে