“দূর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ উদ্বোধন করা হয়েছে। ১৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস ষ্টেশন চত্ত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিস এর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে ফায়ার সার্ভিস ষ্টেশন কার্যালয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ আব্দুল মান্নান, ওইসময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ফায়েজুর রেজ্জাক, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম বেলায়েত হোসেনসহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাজের প্রশংসা করেন। ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এ সপ্তাহ চলবে।
১ দিন ১৯ ঘন্টা ০ মিনিট আগে
১ দিন ১৯ ঘন্টা ১ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ২৩ মিনিট আগে
২ দিন ২০ ঘন্টা ৭ মিনিট আগে