শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে হাটের বাহিরে মাঠ পর্যায়ে আলুর চাঁদা নেওয়ার অপরাধে জাহাঙ্গীর আলম (৫৫) নামের এক চাঁদাবাজকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কুসুম্বি ইউনিয়নের আলদাদিঘী হাট এলাকা থেকে এই বিনাশ্রম কারাদন্ডের নির্দেশ দেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন জিহাদী। সে ওই ইউনিয়নের মালিহাটা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
জানা যায়, আলু উত্তোলনের মৌসুম। উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকরা মাঠ থেকে আলু তুলছে। মাঠ পর্যায়ে ব্যপারীরা গিয়ে আলু ক্রয় করছে। হাট বাজার ব্যতিত মাঠ পর্যায়ে ১ হাজার ৫শ টাকা করে খাজনার নামে চাঁদা নেওয়ায় আলু কম দামে ক্রয়ের অভিযোগ কৃষকদের। এমন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিডি২৪লাইভ এ প্রকাশিত হয়েছে। চাঁদা নেওয়ার খবর জানতে পেরে বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলামের নির্দেশে ও বগুড়া-৫ জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মজিবর রহমান মজনু চাদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেয়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন জিহাদী, শেরপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় আলদাদিঘী হাট এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে চাঁদা তুলতে দেখে কৃষি বিপনন আইন ২০১৮ তে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন জিহাদী। অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন অফিসার মামুন এ কাইয়ুম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আরিফুর রহমান, এসআই রাকিবুল ইসলাম।
৮ দিন ৪ ঘন্টা ৭ মিনিট আগে
১১ দিন ৫ ঘন্টা ৩১ মিনিট আগে
১১ দিন ১৭ ঘন্টা ৫০ মিনিট আগে
১৩ দিন ৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৫ দিন ৭ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৫ দিন ৭ ঘন্টা ৫০ মিনিট আগে
১৭ দিন ১১ ঘন্টা ৫০ মিনিট আগে
১৭ দিন ১৩ ঘন্টা ২১ মিনিট আগে