বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মোহাম্মদ আলী নামের এক অসহায় দুস্থ পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী। সে ওই ইউনিয়নের চন্ডিযান গ্রামের মৃত শমশের আলীর ছেলে। গতকাল বুধবার দুপুরে উপজেলা চত্বরে পরিবারটিকে টিন, অর্থ এবং খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা প্রদান করা হয়। জানা যায়, পরিবারটি নিদারুণ কষ্টে জীবনযাপন করছে। এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী সরেজিমনে গাড়িদহ ইউনিয়নের চন্ডিযান গ্রামে মোহাম্মদ আলীর বাড়ি পরিদর্শন করেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী তার নিজ তহবিল থেকে প্রতিমাসে খাবারের জন্য পরিবারটিকে সহায়তা প্রদানের ঘোষণা দেন। গতকাল তার ঘর সংস্কারের জন্য টিন ও অর্থ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর ধুনটের সংসদ সদস্য আলহাজ মুজিবর রহমান মজনু, উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর থানার ওসি রেজাউল করিম, সিনিয়র সাংবাদিক সাইফুল বারী ডাবলু প্রমুখ।
৮ দিন ৪ ঘন্টা ৪ মিনিট আগে
১১ দিন ৫ ঘন্টা ২৮ মিনিট আগে
১১ দিন ১৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৩ দিন ৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১৫ দিন ৭ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৫ দিন ৭ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৭ দিন ১১ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৭ দিন ১৩ ঘন্টা ১৯ মিনিট আগে