আব্দুল মোমিন শেরপুর বগুড়া
টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় বগুড়া শেরপুর উপজেলার ২১ কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। এমন অভিনব কর্মসূচির আয়োজন করে শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নে শুভগাছা বাজার মসজিদে। তাকবীর ব্যাচ কোম্পানির উদ্যোগে চতুর্থ পর্বের পুরস্কার বিতরণ করা হয়।
নিয়মিত নামাজ আদায়কারী ২১ কিশোর কে ফ্যান, ছাতা , পেন্ বক্স, ক্যালকুলেটর, টিস্যু বক্স, লাইট , ইত্যাদি শনিবার উপহারসামগ্রী দেওয়া হয়।
শনিবার আছর নামাজের পর শুভগাছা বাজার মসজিদ প্রাঙ্গণে ওই কিশোরদের হাতে পুরস্কার তুলে দেয় মসজিদ কমিটি ও শুভগাছা দাখিল মাদ্রাসার শিক্ষক মো:আশরাফ ,মো: আমিনুল ইসলাম মোঃ রায়হান মোল্লা , মো: সাইদুল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । শিশু-কিশোরদের মুঠোফোন আসক্তি কমিয়ে নামাজে আগ্রহী ও মসজিদমুখী করতে এই কর্মসূচি নেওয়া হয় বলে জানান আয়োজকেরা।
শুভগাছা দাখিল মাদ্রাসার শিক্ষক মো:আশরাফ বলেন, ‘পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীকে আল্লাহ পুরস্কৃত করবেন। আমরা শিশু-কিশোরদের নামাজে আগ্রহী করতে এই উদ্যোগ নিয়েছি। শুধু শুভগাছা গ্রাম নয়, আশপাশের গ্রাম, শহরে এটা ছড়িয়ে যাক। তাতে কোমলমতি শিশু-কিশোরেরা মুঠোফোন ও অন্যান্য আসক্তি থেকে দূরে থাকবে।’
৮ দিন ৪ ঘন্টা ৩ মিনিট আগে
১১ দিন ৫ ঘন্টা ২৬ মিনিট আগে
১১ দিন ১৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৩ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৫ দিন ৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৫ দিন ৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৭ দিন ১১ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৭ দিন ১৩ ঘন্টা ১৭ মিনিট আগে