আব্দুল মোমিন শেরপুর বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুরে মালাবাহী অজ্ঞাত ট্রাকের চাপায় আব্দুল কুদ্দুস (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত পৌনে ৯টার দিকে শেরপুর উপজেলা পরিষদের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুস শেরপুর পৌরশহরের জগন্নাথপাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল কুদ্দুস উপজেলা পরিষদ মসজিদে এশার নামাজ পড়ে রাস্তা পারাপার হয়ে বাড়ি যাচ্ছিলেন তিনি। একপর্যায়ে মহাসড়কের পশ্চিমপাশ থেকে পূর্বপাশে যাওয়ার সময় ঢাকাগামী দ্রুতগতির একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থা অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে সেখানে নেওয়ার পথেই মারা যান তিনি।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফয়সাল আহমেদ ঘটনার সত্যতা স্বীকার বলেন, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় চালক- হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের চিহিৃত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।
৮ দিন ৪ ঘন্টা ২ মিনিট আগে
১১ দিন ৫ ঘন্টা ২৬ মিনিট আগে
১১ দিন ১৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৩ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৫ দিন ৭ ঘন্টা ৪২ মিনিট আগে
১৫ দিন ৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৭ দিন ১১ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৭ দিন ১৩ ঘন্টা ১৬ মিনিট আগে