শ্যামনগর প্রেসক্লাবে পিতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে পিতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯শে সেপ্টেম্বর) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে যশোর জেলার কোতায়ালী থানার যশোর আর, এন রোড এর ইসমাইল হোসেনের মেয়ে ইসমিতা জাহান (মনি)সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন খুন্দিপুর গ্রামের মোঃ রবিউল ইসলামের পুত্র আরিফুল ইসলাম এর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিগত ৫ বছর পূর্বে পরিচয় হয়। সেই সুবাদে আরিফুল ইসলামের সহিত তার ভালবাসার সু-সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে প্রাপ্ত বয়ষ্ক এবং পরিপূর্ণ সাবালিকা। সে আরিফুল ইসলামের সঙ্গে বিবাহ করার সিদ্ধান্ত গ্রহন করে। কিন্তু তার পরিবার ভালবাসার সম্পর্ক মেনে না নেওয়ায় এবং আরিফুল ইসলামের সহিত যোগাযোগ বিচ্ছেদ করার জন্য মানসিক ভাবে নির্যাতন করে। এক পর্যায়ে তার বাবা অন্য একটি ছেলের সাথে বিবাহ করার জন্য মনির উপর চাপ সৃষ্টি করে।
এ অবস্থায় স্ব-ইচ্ছায় কাহারও প্ররোচনা ব্যতীত বাসা থেকে বাহিরে এসে আরিফুল ইসলামের গ্রামের বাড়ীতে এসে বিজ্ঞ আদালতের আইনজীবির মাধ্যমে২০২৪ সালের ২৩শে সেপ্টেম্বর নন জুডিসিয়াল স্ট্যাম্পের উপর লিখিত করে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বর্তমানে সে স্বামীর বাড়িতে আছেন।
এ ব্যাপারে তার শ্বশুর বাড়ীর লোকজন কোন ভাবেই দায়ী নয় বলে মনি জানান। যাতে স্বামী গৃহে সুখে শান্তিতে ঘর সংসার করতে পারে এবং যাতে শ্বশুর বাড়ীর আত্মীয় স্বজনের নামে মিথ্যা মামলা, হামলা করতে না পারে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
ছবি- শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন ইসমিতা জাহান (মনি)।
১ ঘন্টা ১৬ মিনিট আগে
৫ ঘন্টা ১৯ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৪ মিনিট আগে
৩ দিন ২১ ঘন্টা ১৫ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ২৮ মিনিট আগে
৭ দিন ০ মিনিট আগে