শ্যামনগরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে ৭২টি বকনা গরু বিতরণ
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার(১৫ এপ্রিল)সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে সুফলভোগী ৭২টি পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে।
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে ২০২৪-২৫ অর্থবছরে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প(২য় সংশোধিত) এর আওতায় উপজেলার ৯টি ইউনিয়নে এ বকনা গরু বিতরণ করা হয়।
গরু বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসের জেলা ট্রেনিং অফিসার ও শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডাঃ বিষ্ণু পদ বিশ^াস, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ সুব্রত বিশ^াস, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জসীম শেখ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রতিনিধি তারাপদ মুন্ডা প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ অফিস সুত্রে প্রকাশ, বিতরণকৃত বকনা গরু প্রাপ্তদের মধ্যে ৪৭ জন নারী ও ২৫ জন পুরুষ ছিলেন। ইউনিয়ন অনুযায়ী বিতরণকৃত বকনা গরু প্রাপ্ত পরিবার সংখ্যা হল শ্যামনগরে ১৫টি, কৈখালী ৪টি, রমজাননগর ১৭টি, মুন্সিগঞ্জ ১৩টি, ঈশ^রীপুর ৬টি, বুড়িগোয়ালিনী ৯টি, আটুলিয়া ১টি, পদ্মপুকুর ২টি ও গাবুরা ৫টি সহ মোট ৭২টি।
জানা যায়, বকনা গরু প্রাপ্ত প্রতিটি পরিবার ৫ হাজার টাকার পরিমান বকনা গরুটি রাখার ঘর তৈরী বাবদ উপকরণ সহায়তা পাবেন।
গরু প্রাপ্ত রিনা রানী বলেন এটি তাদের পরিবারের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।
ছবি- শ্যামনগরে প্রাণিসম্পদ অফিসের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করছেন অতিথিবৃন্দ।
২ দিন ১৩ ঘন্টা ৭ মিনিট আগে
২ দিন ১৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩ দিন ১৪ ঘন্টা ১৯ মিনিট আগে
৫ দিন ১৫ ঘন্টা ৫২ মিনিট আগে
৫ দিন ২১ ঘন্টা ৫০ মিনিট আগে
৬ দিন ১৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
৬ দিন ২৩ ঘন্টা ১৭ মিনিট আগে
৭ দিন ১৬ মিনিট আগে