সিরাজগঞ্জ সদরে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি (পুলিশ)।
শুক্রবার (১২ মে) রাতে জেলার পৌর এলাকার রহমতগঞ্জের কাঠেরপুল ও বাজার স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত হচ্ছে+ সদরের হরিনা গোপাল গ্রামের মৃত মমিন শেখের ছেলে মো. আইয়ুব শেখ (৩০), এবং নতুন ভাঙ্গাবাড়ি মহল্লার মৃত আব্দুল আজিজের ছেলে মো. রুহুল আমিন (৩৫) ও ধানবান্ধি ১০ নম্বর রোড এলাকার মৃত মোকছের শেখের ছেলে মো. বুলবুল (৫৫)। তারা মাদক কারবারি।
শনিবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রওশন আলম
তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের সে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রওশন আলম
৮ দিন ২ ঘন্টা ১৬ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
৯ দিন ৭ ঘন্টা ৫ মিনিট আগে
১০ দিন ৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
১০ দিন ৮ ঘন্টা ৪৬ মিনিট আগে
১০ দিন ৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
১১ দিন ৬ ঘন্টা ১ মিনিট আগে
১৪ দিন ৪ ঘন্টা ৩৮ মিনিট আগে