বেগম খালেদা জিয়া'র বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, এই সরকার আজ ভোট চোর হিসেবে পরিচিতি পেয়েছে। এই ভোট চোরের নেতৃত্বে বাংলাদেশে আর ভোট (নির্বাচন) করা হবেনা।
তিনি দ্রব্যমূল্যের উর্ধগতির দিকে ইঙ্গিত করে বলেন, আজ জিনিসপত্রের এতো দাম যে বাজারে গেলে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তরা প্রতিনিয়ত কান্না করে ফিরে আসে।
শুক্রবার (২৬ মে) বিকেলে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিমুল বিশ্বাস বলেন, গরীব দু:খী, অত্যাচারীত, দিন আনা দিন খাওয়া মানুষগুলো আজ বিএনপির পতাকাতলে। তারা এই সরকারকে আর চায়না, কিন্তু একমাত্র ঘুষখোর, দূর্নীতিবাজ ও লুটেরা-রা আ.লীগের পতাকাতলে। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি কারাগার বিএনপির নেতাকর্মী দিয়ে পূর্ণ। নেতাকর্মীদের কারাগারে ঢুকিয়ে নির্যাতন করছেন সরকার।
তিনি পুলিশকে উদ্যেশ্য করে বলেন, পরিবর্তনকে বাধা দিয়ে নিজের ক্ষতি ডেকে আনবেন না। জনগণের পক্ষে যারা দাঁড়িয়েছে তারাই নন্দিত হয়েছে। তিনি বলেন, এই সিরাজগঞ্জ ছিল একসময় আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু। সিরাজগঞ্জের মানুষ আবারও উজ্জীবিত হয়েছে। এই সিরাজগঞ্জকে আর দাবিয়ে রাখা সম্ভব নয়।
শিমুল বিশ্বাস বলেন, পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। হাসিনার বিদায় ঘন্টা বেঁজে গেছে। এই হাসিনার পতনের পর যেন শক্তিশালী ও সুন্দর বাংলাদেশকে গড়তে পারি এখন সবাইকে সেই প্রস্তুতি নিতে হবে। আগামী পরিবর্তনের জন্য প্রস্তুতি নিতে হবে, সেখানে আপনাদের নেতৃত্ব দিতে হবে। এখন থেকেই সেই প্রস্তুতি নিতে হবে। আগামী দিনের লড়াইয়ে বিজয় আমাদের জন্য অপেক্ষা করছে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ. সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় ও জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ এর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শিশির, সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ন কবির খান, নির্বাহী সদস্য সিমকী ইমাম খান, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিনিয়র যুগ্ন-সম্পাদক ভিপি শামিম খান,যুগ্ন-সম্পাদক নূর কাইয়ুম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, আলমগীর আলম, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, প্রমুখ বক্তব্য রাখেন।
জনসভায় জেলা বিএনপি, সহযোগী অঙ্গসংগঠন ও সকল উপজেলা বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
৮ দিন ২ ঘন্টা ১৪ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
৯ দিন ৭ ঘন্টা ৩ মিনিট আগে
১০ দিন ৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
১০ দিন ৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
১০ দিন ৯ ঘন্টা ৫৬ মিনিট আগে
১১ দিন ৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৪ দিন ৪ ঘন্টা ৩৬ মিনিট আগে