মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে সিসিটিভি স্থাপন ও শহর ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলা পুলিশ এর আয়োজনে শ্রীমঙ্গল থানার পুলিশের তত্ত্বাবধানে সিসিটিভি স্থাপন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ এর ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম অর রশিদ তালুকদার এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সি, নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী প্রমুখ।