গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ী যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৬ মে শুক্রবার আছরের নামাজের পর বাংলাদেশ খেলাফত যুব মজলিস বরমী ইউনিয়ন শাখার সভাপতি মুফতী মোজাম্মেল হক নূর এবং মোঃ রাজিবুল ইসলাম রাজিব এর যৌথ উদ্যোগে মাদক বিরোধী প্রতিবাদী মিছিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাদক বিরোধী প্রতিবাদী মিছিল এবং আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব আব্দুল হালিম আকন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরমী মাদরাসা মসজিদের সম্মানিত ইমাম ও খতীব বরমী ইউনিয়ন ইমাম উলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুস সাত্তার । উপস্থিত ছিলেন আলহাজ্ব মোসলেহ উদ্দিন আকন্দ, মোঃ হিরন ব্যাপারী, মোঃ মিলন ব্যাপারী, আলহাজ্ব কুতুব উদ্দিন আকন্দ, মাওলানা মুহাম্মদ শাব্বির আহমদ নাঈম, হাফেজ উমর ফারুক, মোঃ জুয়েল রানা, মোঃ রাসেল মিয়া, মোঃ ইমরান শেখ, মোঃ আকাশ আহমেদ দিপু মীর, মোঃ আলমগীর, মোঃশাহাদাত, মোঃ সোহাগ আকন্দ, সহ অত্র এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত বক্তারা বলেন সমাজ ধংশের মূল কারণ হচ্ছে মাদক। যতক্ষণ পর্যন্ত মাদক প্রতিরোধ না করবে ততক্ষণ পর্যন্ত সমাজ ঠিক হবে না। দেশ এবং রাষ্ট্রকে সুন্দর এবং মানববান্ধব সমৃদ্ধশালী সোনার বাংলা গড়াতে হলে প্রথমেই দেশ থেকে মাদককে দূর করতে হবে। না হলে সমাজ এবং রাষ্ট্র ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। উপস্থিত বক্তারা আরো বলেন বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় ইউনিয়ন পর্যায়ে মাদকের বিরুদ্ধে ওলামায়ে কেরাম সব সময় অতুলনীয় ভূমিকা পালন করে থাকেন। মানুষের মাঝে ইসলামের সৌন্দর্য এবং ইসলামের সঠিক ইতিহাস তুলে ধরতে পারলে মাদক এর ভয়াবহতা কমতে পারেন বলেও জানান।
উপস্থিত বক্তারা আরও বলেন যারা মাদক বিক্রি করে এবং মাদক সেবন করে তারা উভয়েই দেশের শত্রু সমাজের শত্রু ধর্মেরও শত্রু। অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে পবিত্র কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে মানুষ কে জনসচেতনতা করেন। হারাম এবং অশ্লীল ও শরীয়ত পরিপন্থী কোন কাজে যেন লিপ্ত না হয় এবং এগুলো থেকে বিরত থাকার আহ্বান জানান।