শনিবার ২৭ মে শ্রীপুর উপজেলা মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত শিক্ষক কর্মচারী মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব জনাব মোঃ তরিকুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার শ্রীপুর, গাজীপুর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গাজীপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ইকবাল হোসেন সবুজ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এডঃ শামসুল আলম প্রধান, চেয়ারম্যান শ্রীপুর উপজেলা পরিষদ।
আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ হুমায়ুন কবির হিমু সভাপতি শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ। জনাব মোঃ মাহতাব উদ্দিন ভাইস চেয়ারম্যান শ্রীপুর উপজেলা পরিষদ। জনাব এ এফ এম নাসিম অফিসার ইনচার্জ শ্রীপুর মডেল থানা। লুৎফুন্নাহার মেজবাহ মহিলা ভাইস চেয়ারম্যান শ্রীপুর উপজেলা পরিষদ। উক্ত অনুষ্ঠানে শ্রীপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
স্কুলের দায়িত্ব সম্পর্কে সভাপতিকে সর্তক করিয়ে দিয়ে, গাজীপুর-৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ বলেন, প্রত্যেক শিক্ষকই উচ্চতর ডিগ্রি নিয়ে স্কুলে দায়িত্ব পালন করছে। রাজনৈতিক বিবেচনায় আপনারা অনেকেই সভাপতি হয়েছেন। আপনাদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা সকলেরই জানা আছে। তাই উচু চেয়ারে বসে বসে শিক্ষকদের অন্যায় হস্তক্ষেপ করবেন না। প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষকদের। সভাপতি শুধু উনাদের সহযোগিতা করবেন।
শিক্ষকদের ওপর অযাচিতভাবে হস্তক্ষেপ না করার জন্য স্কুলের সভাপতিদের কে আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রধান শিক্ষকের পাশে বসে এমপিকে ফোন দিয়ে আলাপ করে শিক্ষকদের বুঝাতে চায় যে,সভাপতির সাথে এমপির ভালো সম্পর্ক। তাই সভাপতি যা বলে প্রধান শিক্ষক তা-ই মাথা নাড়িয়ে মেনে নিচ্ছেন। এটা করবেন না।
এমপি সবুজ বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই, সভাপতি রাজনৈতিক বলয়ে প্রধান শিক্ষককে অযাচিতভাবে হয়রানি করলে কোনো ভাবেই তা মেনে নেওয়া হবে না। আমার কাছে এসব সভাপতির কোনো দাম নেই।
এ সময় উনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য প্রধান করেন এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং মুক্তিযুদ্ধাদের মাঝে ক্রেজ বিতরণ করেন । শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।