গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ আরএমজি প্রফেশনাল এফএনএফ ফাউন্ডেশন এর উদ্যোগে হাফিজা খাতুন তারতীলুল কুরআন কওমী মাদ্রাসা ও এতিমখানায় সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। শুক্রবার( ৯ জুন) সকালে ওই মাদ্রাসার মুহতামিম হাতে ১৫ টি সিলিং ফ্যান তুলে দেন বাংলাদেশ আরএমজি প্রফেশনাল এফএনএফ ফাউন্ডেশন এর প্রধান সমন্বয়ক জনাব মোঃ সজিবুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, কাসফিয়া প্রিন্টিং ও প্যাকেজিং লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ সাজু, রোটারি ক্লাব অব ভাওয়াল প্রেসিডেন্ট আলী হোসেন , সেক্রেটারী জাভেদ সারোয়ার, প্রেসিডেন্ট ইলেক্ট শেখ শফিকুল ইসলাম, প্রেসিডেন্ট নমিনি একরামুল কবির,আশরাফুল আলম সৌরভ,মোঃ মাহমুদুর রহমান সহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।
কাসফিয়া প্রিন্টিং ও প্যাকেজিং লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ সাজু বলেন, আমাদের দেশে অনেক অনাথ এতিম শিশুরা পথেঘাটে অনাদর অবহেলায় বেড়ে ওঠে। তাদের মনে প্রচণ্ড ক্ষোভ কাজ করে। সবাই খাবার পেলেও আমরা পাই না। সবাই পোশাক পেলেও আমরা পাই না। ফলে খুব সহজেই নিজেদের অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে ফেলা খুব অস্বাভাবিক নয়। এজন্য আমাদের তাদের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি মানসিকভাবে কাউন্সিলিং -এর ব্যবস্থা করতে হবে যেন তাদের স্বাভাবিক মানসিক বিকাশ ব্যাহত না হয়।
বাংলাদেশ আরএমজি প্রফেশনাল এফএনএফ ফাউন্ডেশন - এর প্রধান সমন্বয়ক জনাব মোঃ সজিবুল ইসলাম বলেন এতিমের প্রতিপালন জান্নাতে যাওয়ার উপায়। হাদিস শরিফে এসেছে, মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি কোনো এতিমকে নিজের মা-বাবার সঙ্গে নিজেদের (পারিবারিক) খাবারের আয়োজনে বসায় এবং (তাকে এ পরিমাণ আহার্য দেয় যে) সে পরিতৃপ্ত হয়ে আহার করে, তাহলে তাঁর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।’ উপস্থিত সকলেই ভবিষ্যতে আরো বেশি বেশি সামাজিক কাজে নিজেদের সংশ্লিষ্ট থাকার প্রত্যায় ব্যাক্ত করেন তিনি।
উক্ত আয়োজনের জন্য যারা আর্থিক সহায়তা করেছেন, মহান আল্লাহ তায়ালা যেনো তাদের দান কবুল করেন।
১ দিন ১৩ ঘন্টা ২৪ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ১৭ মিনিট আগে
১০ দিন ১৪ ঘন্টা ২৫ মিনিট আগে
৪৬ দিন ১৯ ঘন্টা ২৪ মিনিট আগে
২০৪ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে
২০৫ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে
২২৭ দিন ২ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৩৫ দিন ২১ ঘন্টা ১৬ মিনিট আগে