গাজীপুরের শ্রীপুরে জেলার ঐতিহ্যবাহী সর্ববৃহৎ বৃত্তি প্রকল্প "এম এ বারী শিক্ষাবৃত্তি" অর্থায়নে উপজেলায় বৃত্তি প্রাপ্ত দুইজন কৃতি শিক্ষার্থীদের কম্পিউটার এবং পাঁচশত কৃতি শিক্ষার্থীদের বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী,মেধাবৃত্তি,সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়েছে।
সোমবার(১৬ জুন) বিকাল সাড়ে চারটায় উপজেলার মাওনা চৌরাস্তায় বেগম আয়েশা অডিটোরিয়ামে কেয়ার এসোসিয়েশন গাজীপুরের আয়োজনে শফিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে সংবর্ধনা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আনিসুল রহমান আনিস।
বিশেষ অতিথি ছিলেন,সাবেক শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো আব্দুল জলিল।
আরও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন জর্জ,জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন,তেলিহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজ রহমান রিপন,,তেলিহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হযরত আলী জয়,জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য এস এম কাজল রানা প্রমুখ।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন কমিটির সদস্য সচিব শওকত উসমান সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আনিস বলেন,সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে।দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে।
তোমরাই আগামীতে শ্রীপুরকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে। তিনি আরও বলেন,সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শিখায়।
তিনি আরও বলেন,বঙ্গবন্ধু স্কুল জীবন থেকে সংগ্রাম শুরু করে মৃত্যু পর্যন্ত সে সংগ্রাম চালিয়ে গেছেন। আজ তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের দিকে এগুচ্ছে। মেট্রোরেল, পদ্মাসেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ নানা মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তাঁরই হাত ধরে।
১ দিন ১৩ ঘন্টা ২৪ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ১৭ মিনিট আগে
১০ দিন ১৪ ঘন্টা ২৫ মিনিট আগে
৪৬ দিন ১৯ ঘন্টা ২৪ মিনিট আগে
২০৪ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে
২০৫ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে
২২৭ দিন ২ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৩৫ দিন ২১ ঘন্টা ১৬ মিনিট আগে