বরমী বাজার ঐতিহ্যবাহী হয়ে উঠার প্রধান বানিজ্যিক পথ হচ্ছে নৌ পথ আর এই নৌ পথ কে কেন্দ্র করে গড়ে উঠেছে বরমী বাজার খেয়াঘাট, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা ব্যবসা বানিজ্যের জন্য নৌ পথ ব্যবহার করে এখানে এসে নৌযান গুলো ভেড়ায়। ঐতিহ্য বাহী বরমী বাজার ও বানর দেখতে এবং বরমী বাজারের ঐতিহ্য বহনকারী এই খেয়াঘাটে ছুটির দিন বা ঈদ কেন্দ্রীক বা বিভিন্ন অবসর সময়ে একটু প্রশান্তির জন্য ঐতিহ্যে গাঁথা নদীর সৌন্দর্য দেখার জন্য আশপাশ সহ বিভিন্ন দূরবর্তী এলাকার পর্যটকদের ঢল নামে।
বরমী বাজার খেয়াঘাটের কিছু দৃশ্য ঐতিহ্য নয় যেন ময়লার স্তুপে গাঁথা বরমী বাজার খেয়াঘাট। ময়লার দুর্গন্ধে বমি হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। দিন দিন বরমীর ঐতিহ্য গুলো এরকম ময়লার স্তুপে ডাকা পরে যাচ্ছে অযোগ্য নেতৃত্বের কারণে। জনপ্রতিনিধি থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিবর্গ কারো মাথায় যেন বরমীর সৌন্দর্য বর্ধন নিয়ে কোনো ভাবনায় কাজ করছে না। দিন দিন বরমীর সৌন্দর্য এবং ঐতিহ্য যেন শুধু নষ্ট হয়েই যাচ্ছে! পরিবেশ বান্ধব বরমী বাজার গড়তে হলে যেভাবে মনিটরিং বা কাজ করা প্রয়োজন সেভাবে তো হচ্ছেই না উল্টো পরিবেশ নষ্টের দিকেই যেন কাজ হচ্ছে।
এই বিষয় নিয়ে বরমী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রতন মিয়ার সাথে মটোফোনে যোগাযোগ করলে তিনি জানান, মাত্রই তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন
তবে তিনি আশ্বাস দিয়েছেন অতি শীঘ্রই বরমী ইউনিয়নের ঐতিহ্যবাহী বরমী বাজার খেয়াঘাট কে পরিবেশবান্ধব গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবেন। বরমী বাজারের আশে পাশে ময়লা আবর্জনা ফেলানোর জন্য ড্রামের ব্যবস্থা করবেন। পাশা পাশি নদী পরিষ্কারের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন। তবে তিনি মনে করেন জনসচেতনতা সবচেয়ে বড় শক্তি। বরমী বাজারের ব্যাবসায়ীরা যদি সর্তক হয় তাহলে বরমী বাজার খেয়াঘাট পরিবেশবান্ধব হিসেবে গড়ে উঠবে। তাই তিনি বরমী বাসী সকল কে সচেতন থাকতে আহবান জানান।
১ দিন ১৩ ঘন্টা ২৪ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ১৬ মিনিট আগে
১০ দিন ১৪ ঘন্টা ২৫ মিনিট আগে
৪৬ দিন ১৯ ঘন্টা ২৪ মিনিট আগে
২০৪ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে
২০৫ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে
২২৭ দিন ২ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৩৫ দিন ২১ ঘন্টা ১৬ মিনিট আগে