ফিলিস্তিনের গাজায় অবৈধ রাষ্ট্র ইসরায়েলের গনহত্যা ও হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বরমী ইউনিয়নের সর্বস্তরের তৌহিদী জনতা।
আজ শুক্রবার (১৩ই অক্টোবর) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে বরমী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর সামনে থেকে হাফেজ মাওলানা আব্দুস সাত্তার এর নেতৃত্বে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরমী ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মুফতী মাহদী হাসান, আরো বক্তব্য রাখেন বরমী ইউনিয়ন শাখা যুব মজলিসের সভাপতি মুফতি মোঃ মোজাম্মেল হক নূর, এ সময় বরমী ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব সহ বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করে।
এই সময় বক্তারা ফিলিস্তিনে নারী, শিশু, গর্ভবতী মহিলা, হাসপাতালে চিকিৎসারত মানুষের উপর ইহুদি ইসরায়েলি নেক্কারজনক হামলা দ্রুত বন্ধের জন্য জাতিসংঘের প্রতি আহবান এবং ইহুদি ইসরায়েলে বিরুদ্ধে সকল পর্যায়ের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
বিক্ষোভ মিছিলে জনগণকে আল আকসা, আল আকসা, লাব্বাইক, লাব্বাইক, বিশ্বের মুসলিম এক হও এক হও, আল আকসা আল আকসা,জিন্দাবাদ জিন্দাবাদ, ইহুদিরা হুঁশিয়ার সাবধান ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার, বদরের হাতিয়ার গর্জে উঠো আরেক বার ইসরায়েলের কাপুরুষেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
পরে ফিলিস্তিনের জন্য দোয়া ও মোনাজাত করে আল্লাহু আকবর ধ্বনিতে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ সমাপ্তি ঘোষনা করা হয়।
১ দিন ১৩ ঘন্টা ২৪ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ১৬ মিনিট আগে
১০ দিন ১৪ ঘন্টা ২৫ মিনিট আগে
৪৬ দিন ১৯ ঘন্টা ২৪ মিনিট আগে
২০৪ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে
২০৫ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে
২২৭ দিন ২ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৩৫ দিন ২১ ঘন্টা ১৬ মিনিট আগে