গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির সিএসজি চালিত অটোরিকশা সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশা- মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে পুলিশ,গ্রাম পুলিশ ও শিশুসহ ৯জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।তবে পুলিশ সদস্য অবস্থা আশংকা জনক।
শনিবার(১৩ আগস্ট)বেলা ৫টার দিকে মাওনা-বরমী সড়কের টেংরা বাজারের পূর্ব পাশে কাচারি সামনের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো উপজেলার বরমী ইউনিয়ন বড়নল গ্রামের দুলাল মিয়ার ছেলে মামুন (৩৫), তিনি ময়মনসিংহ শিল্প পুলিশে এএসআই হিসেবে কর্মরত। অন্যরা হলেন- টেপিরবাড়ী গ্রামের শ্রাবন্তী (৩৫), আনাস (২), শামীমা (২২)।
এছাড়া ময়মনসিংহ জেলার পাগলা থানার নয়াপাড়া গ্রামের ফজিলা (৪০), ওয়াসিব (২), শহীদ (৪০), ইমন (১০) সহ এক অজ্ঞাত নারী আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিটি মাওনা পল্লি বিদুৎ থেকে পাগলার দিকে যাচ্ছিল।মটরসাইকেলআহরী পুলিশ সদস্য বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্য ময়মনসিংহে দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে টেংরা কাচারি এলাকায় স্থানে সিএনজি অতিরিক্ত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজি ও মোটরসাইকেল আরোহী ৯ জন ঘটনাস্থলে আহত হয়।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সিএনজির যাত্রী ফজিলা জানান স্বামী, সন্তান ও নাতিকে নিয়ে সিএনজিযোগে পাগলা থানার নিজ বাড়িতে যাচ্ছিলাম। দুর্ঘটনায় যখন কাঁচ ভেঙে পড়ার সময় কোলে থাকা দুই বছরের ওয়াসিবকে রক্ষা করতে পাশের জমির পানিতে ছুঁড়ে ফেলেন। এতে ওয়াসিব আহত হয়।
শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মো. আজিজুর রহমান জানান, এ বিষয়ে খোঁজখবর নিয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১ দিন ১৩ ঘন্টা ৬ মিনিট আগে
১ দিন ১৯ ঘন্টা ৫৮ মিনিট আগে
১০ দিন ১৪ ঘন্টা ৬ মিনিট আগে
৪৬ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে
২০৪ দিন ১০ ঘন্টা ৪৮ মিনিট আগে
২০৫ দিন ৩ ঘন্টা ১০ মিনিট আগে
২২৭ দিন ২ ঘন্টা ৪১ মিনিট আগে
২৩৫ দিন ২০ ঘন্টা ৫৮ মিনিট আগে