তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী- ১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরী।
এসময় স্থানীয় সাংসদের সাথে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ভুমি আবিদা সিফাত, তানোর উপজেলা আ’ লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাসার সুজন প্রমূখসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিপুল সংখ্যাক আ’ লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাঙ্কন, রচনা আবৃত্তি প্রতিযোগিতা, ছড়া পাঠ, কবিতা পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, ভাষাগোষ্ঠীর নিজস্ব ভাষা সাংস্কৃতিক চর্চা কতটা অপরিহার্য বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা, ভাষা শহীদদের স্বরনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তরন, জাতীয় জীবনে একুশের চেতনা শীর্ষক আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ এবং ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত ও ১ মিনিট নিরবতা পালন করা হয়।
২৯৪ দিন ১৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩০৬ দিন ২০ ঘন্টা ৫ মিনিট আগে
৩০৭ দিন ২১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩১৪ দিন ১৬ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩১৫ দিন ১৫ ঘন্টা ১৭ মিনিট আগে
৩১৬ দিন ১৭ ঘন্টা ৪১ মিনিট আগে
৩২১ দিন ১৫ ঘন্টা ৩১ মিনিট আগে
৩৩৭ দিন ১৬ ঘন্টা ২৮ মিনিট আগে