আসলাম উদ্দিন আহম্মেদ,উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে গরিব অসহায় অসচ্ছল ও শারীরিকভাবে অক্ষম প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আজ সকাল ১১ টায় উলিপুর যোদ্ধারপাড়াস্হ এমপির বাসভবনে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন এমপি নিজস্ব অর্থায়নে এসব গরিব অসহায় অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উলিপুর বণিক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইদুল হক বাচ্চু সহ আরো অনেকে। বিতরণ অনুষ্ঠানে সাংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন বলেন, অসহায় দুস্থ, গরিব ও শারীরিকভাবে প্রতিবন্ধীদের মাঝে এ কার্যক্রম চলমান থাকবে।