প্রকাশ্য দিবালোকে সড়কে স্কুলছাত্রীকে জড়িয়ে ধরায় কুড়িগ্রামের উলিপুরে এক বখাটে যুবককে (২৪) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার চৌমুহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত দুলাল মিয়া উপজেলার হাতিয়া ইউনিয়নের ফকিরপাড়া এলাকার মনির মিয়ার ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার উপজেলার কদমতলা এলাকা থেকে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এ সময় চৌমুহনী বাজার এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা দুলাল ওই ছাত্রীকে প্রকাশ্যে জড়িয়ে ধরেন।
এ ঘটনার ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে যুবককে আটক করে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে দুলালকে হেফাজতে নেয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনার সত্যতা পেয়ে ওই যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে ওই যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।’
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই বখাটে যুবককে কারাগারে প্রেরণ করা হয়েছে।’
৫ দিন ১৩ ঘন্টা ৪১ মিনিট আগে
৬ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে
৯ দিন ১১ ঘন্টা ২৪ মিনিট আগে
১১ দিন ৪ ঘন্টা ২৮ মিনিট আগে
১১ দিন ১৭ ঘন্টা ১৮ মিনিট আগে
১৫ দিন ৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৯ দিন ৪ ঘন্টা ১৭ মিনিট আগে
২৬ দিন ৬ ঘন্টা ২৫ মিনিট আগে