Address: প্রাথমিক শিক্ষক ভবন (৩য় তলা), মধুপুর, টাঙ্গাইল
Posting Time: 13-07-2023 04:16:57 pm
Available Date: 2023-07-13
মধুপুরে নিউরো নার্সিং কোচিং সেন্টারের অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এবছর দেশের বিভিন্ন নার্সিং কলেজে এ কোচিং সেন্টার থেকে কোস করে তিন জন কৃতি শিক্ষার্থী চান্স পেয়েছে।
সরকারি নার্সিং ইন্সটিটিউটে চান্সপ্রাপ্ত পেয়েছে তার হলো-মহসিনা জান্নাত মিতু, বান্দরবান নার্সিং কলেজ, সাদিয়া ইসলাম, টাঙ্গাইল নার্সিং ও মিডওয়াইফারি কলেজ, রাফিয়া রাশিদা কক্সবাজার নার্সিং ও মিডওয়াইফারি কলেজে চান্স পেয়েছে। চান্সপ্রাপ্তিদেরকে কোচিং সেন্টারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
যোগাযোগ করুন
মো. ফারুক আহমেদ
01916208088