ঘূর্ণিঝড় মোখা' মোকাবেলায় আজ শনিবার সকাল থেকে বরিশালে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শুক্রবার (১২ মে) রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক।তিনি জানান, বরিশালের অভ্যন্তরীণ ১১ টি রুটের ৩৬ টি লঞ্চ বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া দূরপাল্লার রুটের লঞ্চগুলোর বিষয়ে কাল সিদ্ধান্ত নেয়া হবে।আব্দুর রাজ্জাক বলেন, সমুদ্র বন্দরে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে। যদিও নদী পথে এখনও ১ নম্বর বিপদ সংকেত চলছে। তারপরও আমরা নিরাপত্তার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছি।বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোকাহ মোকাবিলায় বরিশাল বিভাগের ৬ জেলায় ৩ হাজার ৯৭৪ আশ্রয়ণকেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে বরিশালে ৫৪১, ভোলা ৭৪৬, পটুয়াখালী ৭০৩, ঝালকাঠি ৬২, বরগুনা ৬৪২ আর বাকিগুলো পিরোজপুরে। এসব আশ্রয়ণকেন্দ্রে কয়েক লাখ মানুষ আশ্রয় নিতে পারবে। এছাড়া তাদের জন্য শুকনো খাবারসহ সব নগর অর্থের ব্যবস্থা রাখা হয়েছে।
১৩ মিনিট আগে
১ ঘন্টা ৩ মিনিট আগে