◾ চাকরি ডেস্ক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের সেলস বিভাগে একাধিক পদে লোকবল নিয়োগ দেবে।
◾পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (পুরুষ)
▪️পদ সংখ্যা: নির্ধারিত না।
▪️যোগ্যতা:
উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক পাস। ন্যূনতম জিপিএ ২.০০ থাকতে হবে। শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বাংলাদেশের যেকোনো জেলায় এবং কোম্পানির যেকোনো সেলস টিমে কাজ করার মানসিকতা থাকতে হবে।
▪️বয়সসীমা: ২০-৩০ বছর বয়স (অভিজ্ঞদের ক্ষেত্রে ৩৫ বছর বয়স পর্যন্ত গ্রহণযোগ্য)।
▪️বেতন: প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী বেতন। বছরে ২টি বোনাস, যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর কমিশন, ইনটেনসিভ, কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশ গমন, পদোন্নতি ও বছরান্তে বেতন বৃদ্ধির সুবিধা রয়েছে। চাকরির প্রথম তিন মাস শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। সফলতার সঙ্গে শিক্ষানবিশকাল সম্পন্ন হওয়া সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে।
◾পদের নাম: শোরুম সেলস এক্সিকিউটিভ (পুরুষ ও মহিলা)
▪️পদ সংখ্যা: নির্ধারিত না।
▪️যোগ্যতা: উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক পাস। ন্যূনতম জিপিএ ২.০০ থাকতে হবে। শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বাংলাদেশের যেকোনো জেলায় এবং কোম্পানির যেকোনো সেলস টিমে কাজ করার মানসিকতা থাকতে হবে।
▪️বয়সসীমা: ১৮-২৬ বছর বয়স।
▪️বেতন: প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী বেতন। বছরে ২টি বোনাস, যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর কমিশন, ইনটেনসিভ, কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশ গমন, পদোন্নতি ও বছরান্তে বেতন বৃদ্ধির সুবিধা রয়েছে। চাকরির প্রথম তিন মাস শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। সফলতার সঙ্গে শিক্ষানবিশকাল সম্পন্ন হওয়া সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে।
◾পদের নাম: অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার-এটিএসএম (পুরুষ)
▪️পদ সংখ্যা: নির্ধারিত না।
▪️যোগ্যতা: বিবিএ/এমবিএ/এমবিএস পাস। অর্থনীতি, ইংরেজি, গণিত ও পরিসংখ্যানের প্রার্থীরাও আবেদন করতে পারবেন। মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরাও আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। চমৎকার যোগাযোগ পারদর্শিতা থাকতে হবে। মোটরবাইক চালানোর দক্ষতা ও ইচ্ছা থাকতে হবে। বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
▪️বয়সসীমা: ২৩-৩০ বছর বয়স।
▪️বেতন: প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী বেতন। বছরে ২টি বোনাস, যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর কমিশন, ইনটেনসিভ, কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশ গমন, পদোন্নতি ও বছরান্তে বেতন বৃদ্ধির সুবিধা রয়েছে।
◾পরীক্ষার স্থান ও তারিখ
৩০ দিন ১৪ ঘন্টা ২৩ মিনিট আগে
৮১ দিন ১৮ ঘন্টা ৪০ মিনিট আগে
৯৩ দিন ১৫ ঘন্টা ৫০ মিনিট আগে
১১৪ দিন ১৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
১২৬ দিন ১৫ ঘন্টা ৫ মিনিট আগে
১২৯ দিন ১৪ ঘন্টা ৫০ মিনিট আগে
১২৯ দিন ১৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৩৫ দিন ৪ ঘন্টা ২০ মিনিট আগে