বাংলাদেশের জনগণ এখন মর্যাদা নিয়ে বিশ্ব দরবারে চলতে পারে: প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে কাভার ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী নিহত আরও ২ দিন বাড়লো ‘‌হিট অ্যালার্ট’ অষ্টমবারের মতো কমলো স্বর্ণের দাম হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৪ জনই গলাচিপার বদিউজ্জামান ফকিরের উপরে হামলা চালিয়ে থানায় ঢুকে উত্তাপ ছড়ালো ইঞ্জিনিয়ার আমিনুলের সমর্থকরা চৌদ্দগ্রামে আন্তঃজেলা অজ্ঞান পার্টির ২ সদস্য গ্রেফতার। সাভারের আশুলিয়ায় স্ত্রী কে হত্যার দায়ে স্বামী গ্রেফতার চৌদ্দগ্রামে ৪র্থ শ্রেনীর কর্মচারী পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খুবিতে 'বি 'ইউনিটে গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামীকাল তৃতীয় ধাপের চন্দনাইশ উপজেলা নির্বাচনে ১০ জনের মনোনয়নপত্র জমা শ্রেষ্ঠ কলেজ শিক্ষক মনোনীত হলেন আমানত উল্লাহ সাতক্ষীরার কালিগঞ্জে দুইমাস ব্যাপী কম্পিউটার বেসিক এণ্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন তীব্র তাপদাহে অতিষ্ঠ গোদাগাড়ীতে পথচারীদের মাঝে বিএনপি’র পানি ও স্যালাইন বিতরণ নিখোঁজের ১৯ মাস পর কঙ্কাল, ব্রেসলেট দেখে স্ত্রী শনাক্ত করলো স্বামীর লাশ জাতীয় পর্যায়ে খুলনা বিভাগের শ্রেষ্ঠ কমিউনিটি কিনিকের স্বীকৃতি পেল দেবীপুর কমিউনিটি কিনিক লাখাইয়ে পিপাসার্থদের পাশে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। অভয়নগরের তা'লীমুল কুরআন মাদ্রাসায় আল্লাহর রহমত কামনা করে দোয়া অনুষ্ঠিত ১২ কেজির সিলিন্ডারের দাম কমলো ৪৯ টাকা উখিয়ার সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ আরাকান আর্মির

ভিসা নীতি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলো মার্কিন দূতাবাস

বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় যারা বাধা দেবে তার বিরুদ্ধেই ভিসা নিষেধাজ্ঞা আরোপের কঠোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।


বুধবার (২৪ মে) রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ হুঁশিয়ারি দেন। নতুন ভিসা নীতি নিয়ে সচরাচর জিজ্ঞাসিত কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন ব্লিঙ্কেন। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে যেগুলো প্রকাশিত হয়েছে। 


নতুন ভিসা নিষেধাজ্ঞা কাদের জন্য প্রযোজ্য এমন প্রশ্নের উত্তরে ব্লিঙ্কেন বলেন, এই নীতি বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য দায়ী বা জড়িত যেকোনো ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। এদের মধ্যে বর্তমান বা সাবেক বাংলাদেশি কর্মকর্তা, সরকার সমর্থক এবং বিরোধী দলের সদস্যরা অন্তর্ভুক্ত। একইসাথে এসব ব্যক্তিদের পরিবারের সদস্যরাও এতে অন্তর্ভুক্ত রয়েছেন। 


এই মুহূর্তে কী এই নীতির আওতায় কারও ভিসার ওপর নিষেধাজ্ঞা রয়েছে- এমন প্রশ্নে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, না, নেই। যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও মানবাধিকারের ভিত্তিতে বাংলাদেশ সরকারের সাথে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত অঙ্গীকারকে আমরা স্বাগত জানাই।


আরেক প্রশ্নের উত্তরে অ্যান্টনি জে ব্লিঙ্কেন বলেন, এই ভিসা নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞা আওয়ামী লীগের ওপরেও নয়। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কোনো বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করে না। এই নিষেধাজ্ঞা হলো নির্বাচনবিরোধী আচরণে জড়িত ব্যক্তিদের উদ্দেশে। যা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কারও ভিসায় নিষেধাজ্ঞা বা বাতিল হয়েছে সেটা জানানো হবে কিনা এমন প্রশ্নের উত্তরে ব্লিঙ্কেন বলেন, অবশ্যই জানানো হবে। কারণ যাদের ভিসা প্রত্যাহার বা বাতিল করা হয় তাদের সেটা জানানোর নিয়ম রয়েছে।


উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে কেউ এসব অপরাধে যুক্ত থাকলে তাদের ক্ষেত্রে ভিসা বিধিনিষেধ কীভাবে প্রযোজ্য হবে- এমন প্রশ্নের উত্তরে ব্লিঙ্কেন সাফ জানান, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত যে কোনো ব্যক্তির ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য।


বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারের কারণে এই সিদ্ধান্ত কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের আন্তরিকতা রয়েছে। যে কারণে আমরা গত ৩ মে এই বিষয়ে আমাদের নীতিগত সিদ্ধান্ত সম্পর্কে তাদের অবহিত করেছি। 


সবশেষে প্রশ্ন ওঠে- বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র কেন এত চিন্তিত? এর উত্তরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র সর্বত্র অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করার অঙ্গীকার করেছেন। এই নীতি সে প্রচেষ্টাকে এবং বাংলাদেশের জনগণকে সাহায্য করার জন্য প্রণীত হয়েছে। যাতে বাংলাদেশিরা তাদের নেতা বেছে নেয়ার জন্য নির্বাচন করতে পারেন।