ফরিদপুরের ভাংগা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের মোটরা গ্রামে অবস্থিত লালান আনন্দধাম এর আবেশ মঞ্চে শুক্রবার (২৬ মে) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্ম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও নজরুল সংগীতের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সদরপুর উপজেলার সককারী শিক্ষা অফিসার জিল্লুর রহমানের সভাপতিত্বে,সদরপুর সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবি ও সাহিত্যিক,লালন আনন্দধাম এর প্রতিষ্ঠাতা সৈয়দ জাহিদ হাসান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন,ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক শ্রী চৈতন্য চন্দ্র দাস,আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,ভাংগা মহিলা কলেজের সহকারী অধ্যাপক দীলিপ দাস,প্রভাষক অজয় দাস,দৈনিক স্বাধীনতার কণ্ঠ পত্রিকার সাংবাদিক ও সমাজ সেবক ওয়াহিদুজ জামান, উপ সহকারী প্রকৌশলী এলজি ইডি কবি আশিক আহমেদ,ঢাকা জর্জ কোর্টের এ্যাডভোকেট বাদল বেপারী, ভাংগা উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর কর্নধার লিয়াকত আলী,ঢাকা ইষ্টান ব্যাংকের কর্মকর্তা লুৎফর রহমান তপন,সমাজ কর্মি আরিফ মোল্লা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,কাজী নজরুল মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলাম শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি নিরপেক্ষ সত্তা নিয়ে।১৮৯৯ সালের ২৪ শে মে চুরুলিয়ায় জন্ম গ্রহণ করেন।
অবসরে হাতে বাঁকা বাঁশের বাঁশি এই বিস্ময়কর দ্বৈতসত্তার অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহী এবং মানবতায় হৃদয়সংবেদী প্রেমিক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বহু গুণের এ মানুষ গান, কবিতা, গল্প, নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। যেখানে তিনি একাধারে গীতিকার, সংগীত পরিচালক, কাহিনিকার, সুরকার ও নির্মাতা হয়ে কাজ করেছেন। অভিনয় করেছেন দাপটের সঙ্গে প্রতিভার এই বীর পুরুষ সৃষ্টির ক্ষেত্রে ছিলেন আজীবন গভীর নিমগ্ন এক স্রষ্টা। অস্থিরতা তাঁর বৈচিত্র্য ভাবনার সহচর ব্যক্তিজীবনে নিরন্তর অবস্থান ক্ষেত্রে পরিবর্তন সেই অস্থিরত
আলোচনা অনুষ্ঠান শেষে নজরুল সংগীত পরিবেশন করেন,রতন শাহ, কবি জাহিদ,সালাউদ্দিন সোহেল,শ্যামামা,ফরহাদ হুসাইন,বাঁশিতে ছিলেন,জবিউল,কিবোর্ডে ফরহাদ হুসাইন,তবলায় মস্তফা।
৫ ঘন্টা ৫ মিনিট আগে
৫ ঘন্টা ১৭ মিনিট আগে
৫ ঘন্টা ২১ মিনিট আগে
৫ ঘন্টা ৫৪ মিনিট আগে
৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
৬ ঘন্টা ০ মিনিট আগে
১০ ঘন্টা ১২ মিনিট আগে
১১ ঘন্টা ৮ মিনিট আগে