খুলনা বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা কমিটির ২০২২-২৩ অর্থবছরের শুদ্ধাচার সংক্রান্ত এক মতবিনিময় সভা আজ ৩০ মে (মঙ্গলবার) বেলা ১২টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট কমিটির সভাপতি, উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
সভায় বিগত সভার কার্যবিবরণী, জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা, ২০২২-২৩ বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতিসহ সার্বিক মূল্যায়ন অনুমোদন দেওয়া হয়। যে সমস্ত ক্ষেত্রে এখনো লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি তা নির্ধারিত সময়ের মধ্যে পূরণে সচেষ্ট হওয়ার জন্য উপাচার্য দিকনির্দেশনা দেন। সভায় ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পন্নের নিমিত্তে প্রস্তুতকৃত খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এছাড়া শুদ্ধাচার সম্মাননা প্রদানের বিষয়ে গঠিত কমিটির সিদ্ধান্তসমূহ অনুমোদন প্রদান করা হয়।
সভায় কমিটির সদস্য উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূরুন্নবী, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আবু সাঈদ খান, কমিটির সদস্য সচিব, এপিএ টিম লিডার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন। সভায় বিগত সভার কার্যবিবরণী এবং গৃহীত সিদ্ধান্তের বিভিন্ন দিক পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটির ফোকালপয়েন্ট উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক।
এসময় বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, চিফ মেডিকেল অফিসার ডা. কানিজ ফাহমিদা, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের এপিএ’র বিভিন্ন কমিটির সভাপতি, ফোকালপয়েন্ট ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বেলা ১টায় একই স্থানে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২২-২৩ কর্মপরিকল্পনা বাস্তবায়ন তথা সার্বিক অগ্রগতি সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। এছাড়া সভায় আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক দীপঙ্কর কুমার সাহা, প্রশাসন শাখার উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল, একাডেমিক-২ শাখার উপ-রেজিস্ট্রার কাকলি রহমান, অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান, সংস্থাপন-৩ শাখার উপ-রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ আলম মামুন, আইসিটি সেলের সেকশন অফিসার (আইটি) ইঞ্জি. অতীশ দীপঙ্কর বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় এপিএ ২০২২-২৩ অর্থবছরের সার্বিক অর্জনের অগ্রগতি ও ২০২৩-২৪ অর্থবছরের কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা চূড়ান্তকরণের লক্ষ্যে আলোচনা করা হয়।
২ ঘন্টা ২৯ মিনিট আগে
২ ঘন্টা ৩২ মিনিট আগে
২ ঘন্টা ৩৫ মিনিট আগে
২ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩ ঘন্টা ৯ মিনিট আগে
৩ ঘন্টা ২১ মিনিট আগে
৩ ঘন্টা ২৬ মিনিট আগে
৪ ঘন্টা ৮ মিনিট আগে