ঈদের শুভেচ্ছা জানানোর জন্য বার্তা ডিসিদের ১২ দফা নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা কলেজ কর্মচারীদের মাঝে রাজশাহী কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ ক্যাম্পাস কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ইবি শিবিরের পুণ্যস্নান ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল বারুণী উৎসব কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে দুস্থদের ঈদসামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান হযরত মাওলানা মির্জা এনায়েতুর রহমান বেগ কমপ্লেক্স পরিচালনা কমিটির সঃসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ আজমুল হক ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি’ শ্যামনগর থানা পুলিশের অভিযানে আন্ত: জেলার মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার কুষ্টিয়া বাইপাসে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী মা–ছেলের মৃ''ত্যু শেষমুহূর্তে ঈদের জমজমাট বেচাকেনা উখিয়ার ঈদ বাজারে মেয়েদের পছন্দ পাকিস্তানি থ্রি-পিস ঈশ্বরগঞ্জে ক্রয় সামর্থ্যহীনদের সুবিধার্থে সুলভ মূল্যের হাটে ১৮টি গরু জবাই বরিশালে দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা কুষ্টিয়া জেলার সর্বস্তরের জনগণকে জানাই পীর সাহেব চরমোনাইয়ের পক্ষ থেকে প্রাণঢালা ঈদের শুভেচ্ছা রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে জাতিসংঘ জাতিসংঘ শূন্য বর্জ্য দিবসে প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি ঈদ যাত্রায় নির্দিষ্ট সময়ে ছাড়ছে ট্রেন, সংকট নেই বাসেরও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে কানাডা পবিত্র জুমাতুল বিদা আজ চীনকে আরও বৃহত্তর ভূমিকা পালনের আহ্বান প্রধান উপদেষ্টার

বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কিছু কথা।

মোঃ জাহিদুল হক - রিপোর্টার

প্রকাশের সময়: 08-06-2023 05:24:56 pm

ছবিঃ সংগ্রহিত


আমি গ্রামে থাকি, আমার বয়স ৩২। আমি আমার জিবনে এত গরম ফিল করি নাই। বিদ্যুৎ এর চাহিদা সাধারণ তুলনায় এসময় বেশি হওয়াটাই স্বাভাবিক। তবে হঠাৎ করে কয়লা কেনার গোজামিল না পেলে বর্তমানের পরিস্থিতি সারা বিশ্বে যেরকম তাতে এরকম হওয়াটাই স্বাভাবিক। আজ সারাদিন আকাশ মেঘলা ছিলো লোডশেডিং খুব কম ছিলো আমার এলাকায়। সো বিদ্যুৎ নিয়া আজাইরা পোস্ট ও কমেন্ট করা থেকে বিরত থাইকা যার যার স্থানে থেকে সৎ থেকে  কাজ করাটাই মনে হয় ভাল। এতে দেশের উন্নতি হবে। আর যারা দুর্নীতি দুর্নীতি কইরা কান ঝালাপালা করতাছেন তাদের উদ্দেশ্য করে বলি, কোন দল ও সরকারি নেতা হওয়ার আগে সরকারি চাকরি এবং যারা আওয়ামীলীগ এর নেতা তারা আগে মানুষ এরপর তারা দলের নেতা বা সরকারি কর্মকর্তা। দ্রব্যমূল্যের দাম কি শুধু সারা বিশ্বের এরকম অবস্থার কারনে বাড়ছে? না। অসহনীয় পর্যায়ে যাওয়ার জন্য ৬০ পার্সেন্ট দায়ী ব্যবসায়ী সিন্ডিকেট। সারা দুনিয়ায় দ্রব্যমূল্যের দাম বেড়েছে, কয়টা দেশে এরকম নির্লজ্জ সিন্ডিকেট ব্যবসায়ী, নেতা, সরকারি কর্মকর্তা রয়েছে। এরা সুযোগ পেলে নিজের বাবা মাকেও বিক্রি করে দিতে পারে। এখন কিছু দুর্নীতি পরায়ণ মানুষ, সিন্ডিকেট ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের জন্য আপনি দল এবং সরকারি চাকরির দোষ দিতে পারেন না, এদের মধ্যেও অনেক ভাল মানুষ রয়েছে। যাদের বর্তমানে সংসার চালাতে তারা হিমশিম খাচ্ছে।



যদিও এদের সংখ্যা নেহাতই কম। আর এসকল মানুষগুলা আপনার অথবা আমার ভাই, বাবা, চাচা, মামা, আত্বীয়স্বজন ইত্যাদি। মাথা ব্যাথা হলে মাথা কাটা কোন সমাধান হতে পারেনা। সরকারের নেতা বা সরকারি কর্মকর্তার সমালোচনা না করে আগে এদেরকে নিয়ে সমালোচনা করুন অথবা এদের পারলে বোঝান, না শুনলে আল্লাহর কাছে বিচার দিয়া রাখেন। বিচার একদিন হবেই কিছুদিন আগে অথবা পরে। সিংহ বনের রাজাও একদিন বুড়ো হয়ে শিকার করতে না পেরে মারা যায়। একটা পরিবার সুন্দরভাবে চালিয়ে রাখতে সবার যার যার অবস্থান থেকে সেরাটা দিতে হয়, সেখানে দেশ অনেক বড় ব্যাপার। আমরা জনগণ যদি ভাল না হই কোন প্রধানমন্ত্রীই একা একটা দেশের উন্নতি করতে পারেনা। আরেকটা কথা আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়া বেফাঁস কথা বইলেন না। মানুষটা পরিবারের সবাইকে হারিয়ে একা এরকম মুসতাক মার্কা একটা মুর্খ জাতি নিয়ে যেভাবে ১৪ বছর ধরে দেশটাকে খুব সুন্দর ভাবে চালিয়ে যাচ্ছে, কখনো একটা ধন্যবাদ দিয়েছেন? তিনি পারতেন এদেশে না এসে বাবা মা তুলে গালিগালাজ না খেয়ে পায়ের ওপর পা রেখে বিদেশ গিয়ে থাকতে। একটা মানুষ একা আর কত করবে? প্রধানমন্ত্রী, নেতা, বা সরকারি কর্মকর্তা বাদে আপনার আমার কি কিছুই করার নাই দেশের জন্যে? 

Tag
আরও খবর