◾ফারহানা ইয়াসমিন
চারিদিকে যখন শিক্ষার্থীরা হতাশায় নিমজ্জিত হয়ে আত্মহত্যার মিছিলে যুক্ত হচ্ছে তখন তাদের মানসিক প্রশান্তি ও দেহের সুস্থতার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগীয় সাঁতার ও ওয়াটার পোলো খেলার আয়োজন করেছে। কেননা, আমরা জানি খেলাধুলা মন এবং দেহের বিকাশ সাধনের মন্ত্র । বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো দুদিনব্যাপী,৭ ও ৮ সেপ্টেম্বর শুরু হয়েছে আন্তঃবিভাগীয় সাঁতার ও ওয়াটার পোলো খেলা । আজকে দুপুর ১২.০০টার সময় খেলাটি উদ্বোধন করেন মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার এবং তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার স্যারসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান মহোদয়, শিক্ষকেরা এবং বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের সদস্যরা । প্রথম দিনের পুরো খেলার সিডিউল জুড়ে ছিল বিভিন্ন প্রকারের সাঁতার প্রতিযোগিতা । উদ্বোধনী অনুষ্ঠানের পর, ১০০ ও ২০০ মিটারের ফ্রী স্টাইলে সাঁতার, ১০০ মিটার ব্যাক স্ট্রোক সাঁতার এবং ১০০ মিটার বাটার ফ্লাই সাঁতারের হিট রাউন্ড অনুষ্ঠিত হয় । হিট রাউন্ডের পর প্রায় দুপুর ২.৩০ টায় ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। এ সময়ে সমাজবিজ্ঞান বিভাগ থেকে ২০১৯-২০ সেশনের দুজন শিক্ষার্থী, নয়ন সাহা ও আসাদুজ্জামান রিংকু যথাক্রমে ১০০ মিটার ফ্রী স্টাইল সাঁতার এবং ১০০ মিটার ব্যাক স্ট্রোক সাঁতারে ১ম স্থান অর্জন করে।
অনেকদিন পর সমাজবিজ্ঞান বিভাগ খেলাধুলায় চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করেছে। এমন উচ্ছসিত মুহূর্তে সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, সুমি রানী সাহা ম্যাম জানান, ‘আমার মাতৃহৃদয় অনেক বেশি আনন্দিত। আমার বিভাগের ছেলেমেয়েরা আমার সন্তানতুল্য। ছেলেমেয়েদের এমন অর্জনগুলো আমার কাজের প্রতি আরও উৎসাহ বাড়িয়ে দিল। এ ছাড়াও এই মুহুর্তগুলো বিভাগকে সামনের দিকে এগিয়ে নিতে অনেক বেশি প্রেরণা যোগাবে ।
উল্লেখ্য, গত ১৭ আগষ্ট, সুমি রানী সাহা ম্যাম সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এর দায়িত্ব গ্রহণকালে বলেছিলেন তাঁর মাতৃহৃদয়ে আনন্দের ফোয়ারা কেবল শিক্ষার্থীরা দিতে পারবে খেলাধুলাসহ যাবতীয় শিক্ষা ও সহশিক্ষামূলক কার্যক্রমে জয়ী হয়ে। তার ফলশ্রুতিতে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আজ এই অর্জন।
৫ দিন ১৪ ঘন্টা ২৫ মিনিট আগে
৫ দিন ১৫ ঘন্টা ২৫ মিনিট আগে
৬ দিন ১৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬ দিন ২০ ঘন্টা ৫০ মিনিট আগে
৬ দিন ২১ ঘন্টা ২ মিনিট আগে
৮ দিন ১৭ ঘন্টা ৭ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ৩০ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ৪৩ মিনিট আগে