চান্দিনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নাজমূল আহসান মজুমদার রিপন (৫৮) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন)
মঙ্গলবার ৪ জুলাই রাত সাড়ে ১০টায় রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যু বরণ করেন বলে ডাক্তাররা জানিয়েছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. নাজমূল আহসান মজুমদার (রিপন) ২০০৯ সালে চান্দিনা উপজেলা পরিষদ এর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে কাপ পিরিচ প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে পাঁচ বছর ক্ষমতায় থেকে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি চান্দিনার মাইজখার ইউনিয়নের এএফএম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিশিষ্ট্য ব্যবসায়ী নাজমূল আহসান মজুমদার রিপন চান্দিনা মাইজখার ইউনিয়নের হরিণা মজুমদার বাড়ির মৃত ফসিউর রহমান মজুমদারের বড় ছেলে। পাঁচ ভাই তিন বোনের মধ্যে তিনি সবার বড়।
তার মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেছেন কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার (৫ জুলাই) দুপুরে নামাজে জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হবে বলে প্রাথমিক ভাবে জানান পরিবারের সদস্যরা।
৮ ঘন্টা ৩২ মিনিট আগে
১১ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৪ ঘন্টা ৫৪ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৫৭ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ১ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৩ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ২৬ মিনিট আগে