আশাশুনি উপজেলার প্রতাপনগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী
শামসুন্নাহারকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৯
সেপ্টেম্বর) দিবাপূর্ব ভোর ৫ টার দিকে উপজেলার প্রতাপনগর গ্রামে এ ঘটনা
ঘটে। পুলিশ ঘাতক স্বামী গোলাম মোস্তফাকে আটক করেছে।
ঘাতক
গোলাম মোস্তফার ভাই নুরুল ইসলাম জানান, গোলাম মোস্তফা মানসিকভাবে কিছুটা
অসুস্থ। প্রত্যেক মাসে তাকে একবার ইনজেকশন দেওয়া লাগে। না দিলে পাগলামি
বেড়ে যায়। সম্প্রতি তার পাগলামি বেড়ে গিয়েছে। রবিবার রাতে স্বামী-স্ত্রী
একসাথে ঘুমিয়ে ছিল। ভোর রাতে ঘরের মধ্যে গোঙানির শব্দ শুনে তিনি তাদের ঘরের
পাশে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। এসময় গোলাম মোস্তফা দরজার ছিটকানি খুলে
পালিয়ে যায়। তিনি ভেতরে গিয়ে শামসুন্নাহারকে মুমূর্ষূ অবস্থায় দেখতে পেয়ে
হাসপাতালে নিতে উদ্যোগ নিলে ততক্ষণে শামসুন্নাহার মারা যায়।
আশাশুনি
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, গৃহবধূর স্বামী
এলাকায় মোস্ত পাগলা নামে পরিচিত। ভোররাতে নামাজ পড়তে উঠেছিল মোস্ত। এ সময়
কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি হয় স্বামী-স্ত্রীর মধ্যে। এরপর মোস্ত স্ত্রীকে
কুপিয়ে মেরে পালিয়ে যায়। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে শ্যামনগর উপজেলার
পাতাখালী গ্রাম থেকে দুপুর ১ টার দিকে ঘাতক স্বামীকে আটক করেছে। সুরতহাল
রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরনের ব্যবস্থা করা হয়েছে।