#একটি_সাহায্যের_আবেদন 🙏🙏
নামাঃ- আশিষ বড়াল
পিতাঃ- আদিত্য বড়াল
ঠিকানাঃ- হারতা, উজিরপুর, বরিশাল
পড়াশোনাঃ- অনার্স দ্বিতীয় বর্ষ (BM College)
হঠাৎ করে গতকাল সকালে ব্রেইন স্টোক করছে আশিষ বড়াল, সাথে সাথেই বরিশাল সাগরদি হাসপাতালে ভর্তি করানো হয়েছে কিন্তু রুগীর অবস্থা আশঙ্কা জনক দেখে সেখান থেকে ফেরত দিয়েছেন এবং ঢাকার উদ্দেশ্য পাঠিয়ে দিয়েছেন।আসিষ বড়ালের বাবা একজন দিন মজুর কাজবাজ মাঝে মধ্যে থাকে আবার থাকে না, মা গৃহিণী খুবই অভাবের সংসার, খুব কষ্ট করে লেখাপড়া করাচ্ছেন আসিষের মা-বাবা। ডাক্তার বলেছেন তাকে বাঁচানোর মালিক সৃষ্টিকর্তা তবে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব এর জন্য অনেক অর্থের প্রয়োজন হবে এবং দ্রুত চিকিৎসা করতে হবে। সকলের প্রতি আমার একান্ত অনুরোধ রইল আপনাদের অল্প একটু অর্থে যদি কারো জীবন বেঁচে যায়, মা বাবার কোলে তার সন্তানকে ফিরে পায় এবং তাদের মুখে যাতে আমার হাসি ফোটে এবং আপনারা যে যার জায়গা থেকে যে যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং সৃষ্টিকর্তার নিকট আসিষের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করবেন। 🙏🙏
যোগাযোগঃ- হরিপদ বড়াল (আসিষের জ্যাঠা)
মোবাইল নম্বরঃ- 01727123395
সহযোগিতার জন্যঃ- হরষিত বড়াল (আসিষের কাকা)পারসোনাল বিকাশ নম্বরঃ- 01793679912
১৪ ঘন্টা ৫২ মিনিট আগে
১৮ ঘন্টা ৩০ মিনিট আগে
১৯ ঘন্টা ১৩ মিনিট আগে
১৯ ঘন্টা ১৮ মিনিট আগে
১৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
২০ ঘন্টা ৪ মিনিট আগে
২৩ ঘন্টা ৪৫ মিনিট আগে