যশোরের শার্শায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ মাসুদ রানা (২৭)নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (২২ই আগষ্ট)সন্ধার দিকে নাভারন - সাতক্ষীরা মহাসড়কের উলাশি ইউনিয়নের খাজুরা গ্রামস্থ এলাকা থেকে এ অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়। আটক মাসুদ রানা বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
ডিবির ওসি রুপন কুমার সরকার জানান,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি নাভারন - সাতক্ষীরা মহাসড়কের পাকা রাস্তার উপর দিয়ে এক যুবক অস্ত্র বহন করছে।এমন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই আরিফুল ইসলাম ও এসআই রাজেশ কুমার দাসের নেতৃত্বে একটি চৌকস টিম শার্শা উলাশি ইউনিয়নের খাজুরা গ্রামস্থ এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে আটক করে।এসময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। এ সংক্রান্ত শার্শা থানায় আটক মাসুদ রানার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানায় ডিবির ওই কর্মকর্তা।
৪ ঘন্টা ২৮ মিনিট আগে
৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
৫ ঘন্টা ২৯ মিনিট আগে
৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬ ঘন্টা ১৬ মিনিট আগে
৬ ঘন্টা ১৯ মিনিট আগে