জয়পুরহাটে বাবা-ছেলেসহ পাঁচজনের যাবজ্জীবন জয়পুরহাটে ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-৪ জগন্নাথপুরে চলছে কৃষক ও কৃষাণীরা ধান গোলায় তোলার উৎসব বিএনপির জনসমর্থন নেই, তাই তারা নির্বাচনেও নেই: হানিফ দোয়ারাবাজারে শিলাবৃষ্টির তাণ্ডব। শাহপরীরদ্বীপে কোস্ট গার্ডের অভিযানে ৩৫ হাজার ইয়াবা জব্দ পত্নীতলায় ৭ দফা দাবীতে ঔষধ ব্যবসায়ীদের সকাল সন্ধ্যা বন্ধ ধর্মঘট নানা আয়োজনে মিডওয়াইফারি দিবস পালন করেছে কক্সবাজার হোপ ফাউন্ডেশন কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত কর্মবিরতিতে কক্সবাজার পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা একই কায়দায় ফোন নাম্বর ও সিরিয়াল লিখে এক রাতে ৮টি মিটার চুরি শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় আন্তর্জাতিক চাহিদার প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম প্রণয়নের আহ্বান রাষ্ট্রপতির যতদিন সিম বন্ধ থাকলে মালিকানা চলে যায় দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম টেকনাফে চাঞ্চল্যকর মোস্তাক হত্যার রহস্য উদ্‌ঘাটন, আটক ৬ উখিয়া উপজেলা পুষ্টি সমন্বয় বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত কক্সবাজারে আবারো চালু হলো জোবাইক আগামীকাল স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে কক্সবাজারে ছাত্রলীগের সমাবেশ মির্জাগঞ্জে গাঁজাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

বালিয়াডাঙ্গী কোচিং শিক্ষক সমিতির আত্মপ্রকাশ


ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে  "বালিয়াডাঙ্গী কোচিং শিক্ষক সমিতি "নামে একটি  অরাজনৈতিক  সংগঠনের  আত্মপ্রকাশ ঘটেছে । গতকাল ৩০শে  আগস্ট বালিয়াডাঙ্গীর একটি হোটেল -এ এই  সংগঠনটি আত্মপ্রকাশ  করে। কোচিং সেন্টারের  পরিচালক ও শিক্ষকদের  সমন্বয়ে ৫১ সদস্য বিশিষ্ট  সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে । দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পরে এক বছর মেয়াদে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় । কোচিং পরিচালক, শিক্ষকদের ন্যায্য  অধিকার  ও বালিয়াডাঙ্গীতে শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে এই কমিটি গঠন করা হয় ।  কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন  এম. ওমর হাসনাত   (হাসনাত সাইন্স প্রোগ্রাম), সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন  মোঃ জুয়েল রানা (নাজির উদ্দিন মডেল কোচিং সেন্টার, ডাঙ্গী বাজার   ), মোঃ ওসমান আলী( কমার্স কোচিং সেন্টার ), মোঃ আসাদুজ্জামান আসাদ( নিউ প্রতিভা কোচিং সেন্টার ),সাধারণ সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত হন মোঃ রেজাউল ইসলাম   (স্টার কোচিং সেন্টার  ), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত হন  মোঃ আকতার আলী মিলন (প্রত্যাশা কোচিং সেন্টার, কালমেঘ ),এস এইচ শুভ আহম্মেদ (আইসিটি টিচিং   মেথড ), সঞ্জিব কুমার বর্মন ( অনির্বাণ শিক্ষা নিকেতন )। সাংগঠনিক সম্পাদক পদে নিযুক্ত হন মোঃ পয়গাম আলী (সাইন্স  ল্যাব  )। এছাড়াও দায়িত্বপ্রাপ্ত হন   আবদুস সালাম ফিরোজ   (আইসিটি পার্ক কোচিং সেন্টার ) সহ -সাংগঠনিক সম্পাদক ,  মোঃ রুবেল রানা (কমার্স কোচিং সেন্টার ) দপ্তর  ও প্রচার সম্পাদক,মোঃ আব্দুস সালাম (দি ম্যাগনেট )  অর্থ সম্পাদক,  মোঃ আমানুল্লাহ (কামার্স কোচিং সেন্টার )সহ অর্থ সম্পাদক , মোঃ বাবুল ইসলাম  (হাসনাত সাইন্স প্রোগ্রাম ) সহ অর্থ সম্পাদক । মোঃ রুবেল আলম (এম্বিশন কোচিং সেন্টার, কালমেঘ ) ক্রীড়া ও সাংস্কৃতিক  সম্পাদক , মোঃ আবু তালেব ( হাসনাত সাইন্স প্রোগ্রাম ) সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক , মোঃ  মহসিন আলী (কমার্স কোচিং সেন্টার) সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক । খাজা (সাইন্স ল্যাব ) সমাজসেবা বিষয়ক সম্পাদক , জ্যোর্তিময় রায় (দি ম্যাগনেট ) সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক , ডালিম মালাকার (গুডলাক এডুকেয়ার )সহ  সমাজসেবা বিষয়ক সম্পাদক । মোঃ গোলাম ফারুক (হাসানাত সাইন্স প্রোগ্রাম) ত্রাণ  ও দুর্যোগ সম্পাদক ,মোঃ কামরুজ্জামান কামাল  (সাইন্স ল্যাব) সহ ত্রাণ ও দুর্যোগ সম্পাদক , মোঃ মানিক (নিউ প্রতিভা কোচিং সেন্টার ) সহ ত্রাণ  ও দুর্যোগ সম্পাদক। মোছাঃ  বুলবুলি আক্তার (কমার্স কোচিং সেন্টার) মহিলা বিষয়ক সম্পাদক , মোছাঃ ফেরদৌসী আক্তার (হাসনাত  সাইন্স প্রোগ্রাম) সহ মহিলা বিষয়ক সম্পাদক । মোঃ ওসমান আলী( কমার্স কোচিং সেন্টার) ধর্ম বিষয়ক সম্পাদক , মোঃ মকবুল হোসেন (গুডলাক এডুকেয়ার) সহধর্ম বিষয়ক সম্পাদক ।মোঃ মকবুল হোসেন তুফানি (স্টার কোচিং সেন্টার)  অনুষ্ঠান ও আপ্যায়ন সম্পাদক, মোঃ বিপ্লব আলী (এম্বিশন প্লাস কোচিং সেন্টার ) সহ অনুষ্ঠান ও আপ্যায়ন সম্পাদক , মোঃ আবু রায়হান (কমার্স কোচিং সেন্টার ) সহ অনুষ্ঠান ও আপ্যায়ন সম্পাদক । অবশিষ্ট সকল  শিক্ষকদের সদস্য করে পূর্ণাঙ্গ একটি কমিটি গঠন করা হয় ।

Tag
আরও খবর