কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের লড়াই বুধবার, হিসাব মেলাচ্ছেন ভোটাররা রাশেদ হোসেন কচুয়ায় শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক নির্বাচিত কচুয়া উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ কুতুবদিয়া উপজেলা নির্বাচনে মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা,ভোটের লড়াই বুধবার মোহাম্মদ দ্বীপের পরিকল্পনা ও পরিচালনায় শেষ হলো অনলাইন নৃত্য উৎসব ২৪ বাংলাদেশ সেনাবাহিনী জনগণের আস্থা-বিশ্বাস অর্জন করেছে ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান শেয়ার বাজারে সূচকের বড় উত্থান, লেনদেন ছাড়াল ৮০০ কোটি টাকা চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা নিয়ে যা বললেন জনপ্রশাসন মন্ত্রী আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি ৭০ কোটি ডলার মিলবে জুনে ঢাকায় আসছেন ভারতীয় পররাষ্ট্রস‌চিব নাগেশ্বরী পৌর যুব সংগঠনের আয়োজনে বাৎসরিক মিলনমেলা উৎসব নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার জয়পুরহাটে বাবা-ছেলেসহ পাঁচজনের যাবজ্জীবন জয়পুরহাটে ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-৪ জগন্নাথপুরে চলছে কৃষক ও কৃষাণীরা ধান গোলায় তোলার উৎসব বিএনপির জনসমর্থন নেই, তাই তারা নির্বাচনেও নেই: হানিফ দোয়ারাবাজারে শিলাবৃষ্টির তাণ্ডব। শাহপরীরদ্বীপে কোস্ট গার্ডের অভিযানে ৩৫ হাজার ইয়াবা জব্দ পত্নীতলায় ৭ দফা দাবীতে ঔষধ ব্যবসায়ীদের সকাল সন্ধ্যা বন্ধ ধর্মঘট

*জয়পুরহাটে ক্রীড়া প্রতিযোগিতায় যাওয়ার পথে ভটভটি উল্টে ১৫ ছাত্রী আহত



জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বিদ্যালয় পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়ার পথে তিন চাকার অবৈধ যান ভটভটি উল্টে একটি বিদ্যালয়ের ১৫ ছাত্রী আহত হয়েছে। আজ শনিবার সকাল পৌনে নয়টার দিকে আক্কেলপুর-শ্রীরামপুর সড়কের শ্রীরামপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহত সবাই উপজেলার তিলকপুর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।

আহত ছাত্রীদের মধ্যে ভটভটির ইঞ্জিনের গরম পানিতে তিনজনের হাত-পা ঝলসে গেছে। তারাসহ অন্যদের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে গিয়ে তাদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন ওই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ।

তিলকপুর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক বলেন, আজ শনিবার সকাল নয়টায় আক্কেলপুর উপজেলার মুজিবর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে তিলকপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও ভানুরকান্দা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ফুটবল ম্যাচ ছিল। এ জন্য তাঁদের বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী খেলোয়াড় ভটভটিতে করে সেখানে যাচ্ছিল। শিক্ষকেরা ভটভটির পেছনে যাচ্ছিলেন। সকাল পৌনে নয়টার দিকে শ্রীরামপুর মোড়ে ভটভটিটি উল্টে যায়। এতে ১৫ শিক্ষার্থী আহত হয়। দুর্ঘটনার কারণে ফুটবল ম্যাচটি স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে চিকিৎসা নেওয়া শিক্ষার্থীরা হল রীনা রানী পাহান (ষষ্ঠ শ্রেণি), স্বর্ণা পাহান (ষষ্ঠ শ্রেণি), রুপালী পাহান (অষ্টম শ্রেণি), আয়শা সিদ্দিক (ষষ্ঠ শ্রেণি), জুঁই পাহান (ষষ্ঠ শ্রেণি), রাজিয়া সুলতানা (সপ্তম শ্রেণি), লতা পারভিন (ষষ্ঠ শ্রেণি), শাফি মণি (ষষ্ঠ শ্রেণি), সুমাইয়া শিমু (নবম শ্রেণি), ঋতু খাতুন (সপ্তম শ্রেণি), সুবর্ণা পারভিন (অষ্টম শ্রেণি), সাদিকা সুলতানা (সপ্তম শ্রেণি), নিপা পাহান (সপ্তম শ্রেণি)। তাদের মধ্যে রীনা রানী পাহান, স্বর্ণা পাহান ও রুপালী পাহানের হাত-পা ভটভটির ইঞ্জিনের গরম পানিতে ঝলসে গেছে।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাকসুদুল আলম আকন্দ বলেন, আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনজন শিক্ষার্থীর হাত-পা ঝলসে গেছে। তবে সবাই শঙ্কামুক্ত।

আহত দুই ছাত্রী  বলেছে, ভটভটিতে করে যাওয়ার সময় তাদের সঙ্গে শিক্ষকেরা কেউ ছিলেন না। সড়ক ফাঁকা ছিল। চালক দ্রুত মোড় ঘোরাতে গিয়ে গর্তে আটকে ভটভটি উল্টে সবাই ভটভটির নিচে পড়ে যায়। এরপর মাঠের লোকজন এসে ছাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

Tag