প্রধানমন্ত্রীর ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ ‘আমেরিকার ভিসা নীতির পর বিএনপি নেতৃত্ব ঔদ্ধত্য দেখাচ্ছে’ নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ জীবনে সময় ফিরে আসে না রোডমার্চ সফল করতে নোয়াখালীতে বিএনপির প্রস্ততি সভা কক্সবাজার বেড়াতে এসে ১ পর্যটকের মৃত্যু উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ফাঁকি দিয়ে পালিত ২২জন রোহিঙ্গা আটক করেছে পুলিশ কলমাকান্দায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত কক্সবাজারে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের মত বিনিময়। উখিয়ায় বহুল প্রতীক্ষিত স্মার্ট কার্ড বিতরণ শুরু উখিয়ায় দিনব্যাপী সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কক্সবাজার-৩ আসনে এমপি কমলকে আবারো মনোনয়ন দেয়ার আহবান লাখো জনতার লিগ্যাল এইড আইনজীবীদের ২ দিনের প্রশিক্ষণ সম্পন্ন ডেমুশিয়া জনপদের গ্রামীণ সড়ক লন্ডভন্ড, যাতায়াতে চরম দুর্ভোগ হাটহাজারীতে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার শ্যামনগর কাশিমাড়ী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কমিটি গঠন কুড়িগ্রামে ডাঃ জি এম আরিফ স্বাচিপ এর সাধারণ সম্পাদক নির্বাচিত, জেলাবাসীর অভিনন্দন জয়পুরহাটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে মসজিদের ইমামদের ভূমিকা অপরিসীম -মাশরাফি বিন মর্তুজা সাতক্ষীরার জনসভায় শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ

বিচারব্যবস্থা সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে: মির্জা ফখরুল

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-09-2023 10:00:05 pm

বর্তমান বিচার ব্যবস্থা পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা শুধু এটুকু বলতে চাই, বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। যে বিচার ব্যবস্থা আছে, তা সম্পূর্ণভাবে তাদের (সরকার) নিয়ন্ত্রণে চলে গেছে।


বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার গুলশানের হোটেল লেকশোরে ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট (ইউএলএফ) আয়োজিত ‘বিচার বিভাগের বর্তমান অবস্থা: বাংলাদেশে বিরোধীদের দমনের হাতিয়ার’- শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এ মন্তব্য করেন।


দেশে একদলীয় শাসন চলছে অভিযোগ করে ফখরুল বলেন, কেউ কথা বলতে পারে না, পুলিশ কর্মকর্তারা রাজনীতিবিদদের মতো কথা বলেন, জজ সাহেবেরা শপথবদ্ধ রাজনীতির কথা বলেন।


তিনি প্রশ্ন করেন, ‘আমরা সাধারণ মানুষ কোথায় যাব, কার কাছে যাব? বিচার ব্যবস্থা সম্পূর্ণ দলীয়করণ হয়ে গেলে মানুষ যাবে কোথায়?’


সব নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এই বিএনপি নেতা বলেন, জনগণকে নিপীড়নের জন্য যে রাষ্ট্রীয় কাঠামো তৈরি করা হয়েছিল, তা ভেঙে দিতে হবে এবং সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হবে।


তিনি বিচার ব্যবস্থায় সমস্যা সমাধানে বিচার বিভাগীয় কমিশন গঠনসহ ৩১ দফা প্রস্তাব পেশ করেন। জনগণের সরকার গঠনে সব আইনজীবীকে ঐক্যবদ্ধ হতে হবে।


ফখরুল বলেন, জনগণ সিদ্ধান্ত নিয়েছে তারা আর সরকারকে দেখতে চায় না এবং সরকারকে ক্ষমতাচ্যুত করতে দেশের সব আইনজীবীকে জনগণের পাশে দাঁড়াতে হবে।


আরও পড়ুন: সরকার কমিশন পাওয়ার জন্য ১০টি এয়ারবাস উড়োজাহাজ কিনছে: ফখরুলের অভিযোগ


বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সুশীল সমাজ, সাংবাদিক ও রাজনীতিবিদদের আপত্তি সত্ত্বেও সরকার বুধবার সংসদে তার আগের নাম পরিবর্তন করে ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট’ পাস করেছে।


তিনি বলেন, এছাড়াও জাতিসংঘের মানবাধিকার কমিশন সরকারকে সদ্য পাস হওয়া সাইবার নিরাপত্তা আইনের কিছু ধারা পরিবর্তন করতে বলেছিল, কিন্তু তারা তাদের কথায় কর্ণপাত করেনি।


সেমিনারে উপস্থিত হাইকোর্ট বিভাগের বিচারপতি (অব.) নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি (অব.) মিফতাহ উদ্দিন চৌধুরী হাইকোর্টের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।


সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএলএফ-এর সহ-আহ্বায়ক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।


ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের (ইউএলএফ) আহ্বায়ক ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীনের সভাপতিত্বে ব্যারিস্টার কায়সার কামালের সঞ্চালনায় সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক বোরহান উদ্দীন খান, সুপ্রিম কোর্টের ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট মহসিন রশিদ, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বক্তব্য রাখেন।


এ ছাড়া সেমিনারে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী, নূর মোহাম্মদ খান, জয়নুল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, ইসমাইল জবিউল্লাহ, এসএকে কামরুজ্জামান, জহিরুল হক শাহাজাদা মিয়া, আবদুর রশিদ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বদুরুজ্জামান বাদল, গাজী কামরুল ইসলাম সজল, মীর হেলাল উদ্দিন, পিপলস লীগের গরীবে নেওয়াজ, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, গণফোরামের জগলুল হায়দার আফ্রিকসহ সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন।


সূত্র: ইউএনবি

আরও খবর